প্রতিনিধি : ১৯ শে ডিসেম্বর রবিবার কলকাতায় পুরোভোট। তার আগে নিজেদের দল প্রচারে জমজমাট বিজেপি, তৃণমূল, সিপিএম। প্রচারের আজ শেষ রবিবার। এদিকে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর গোয়ায় তৃণমূলের লক্ষীর ভান্ডার প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
মায়ের পরকীয়ায় বাধার জেরে খুন হতে হলো কন্যাশিশুকে! তীব্র চাঞ্চল্য পিংলার উত্তরবার এলাকায়
এরাজ্যে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী বলেন, "বাংলার মহিলাদের দাম ৫০০ টাকা, গোয়ায় মহিলাদের দাম ৫০০০ টাকা। এভাবে সস্তায় রাজনীতিতে কিছু হয়না। চাকরি চাই, শিল্প চাই। বাংলার প্রকৃত উন্নয়ন চাই। উন্নয়ন না করে সুবিধাবাদী রাজনীতি করছে।"
আলিপুরদুয়ার: প্রায় দুই দশক বাদে দেখা মিলল বক্সার জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার
প্রসঙ্গত, এর আগেও বাংলার মহিলাদের উদ্দেশ্যে গৃহলক্ষী ভান্ডারী প্রকল্প নিয়ে শুভেন্দুর আর্জি, "৫০০ টাকা ফেলে দিয়ে ঝাঁটা নিয়ে ধরুন। এই সরকার দেউলিয়া হয়ে গিয়েছে৷ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড। কেউ পরিষেবা পায় না৷ সরকার দুর্গাপুজায় ২০০ কোটি টাকা বিতরণ করেছে। এই ফলে রাস্তা ও হাসপাতালের আধুনিক চিকিৎসা হচ্ছে না৷’’