ফের উন্নয়নের জয়গান গাইতে অন্য রাজ্যের ছবি ব্যবহার করে ট্রোলড ত্রিপুরা সরকার

Trolled-Tripura-government-uses-pictures-of-other-states-to-sing-the-praises-of-redevelopment


রিয়া গিরি : উত্তরপ্রদেশের সরকারের পরে এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে তীব্র আক্রমণের শিকার হয়েছে ত্রিপুরা সরকার।

উত্তরপ্রদেশের উন্নয়ন দেখাতে গিয়ে কলকাতার মা উড়ালপুল ছবি ব্যবহার করে এক সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিল উত্তর প্রদেশ সরকার। এবার মাস যেতে না যেতেই একই ভুল করে বসেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার উন্নয়নের চিত্র ফুটিয়ে তুলতে শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে বিপ্লব দেবের প্রশাসন।

মেনে চলুন এই চাণক্য নীতি, নতুন বছরে সাফল্য আসবেই

বিজেপি শাসিত ত্রিপুরার সিংহাসনের  দিকেই সকলের দৃষ্টি। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূলের মাটিতে ঘাস ফুলের প্রচারের জন্য সরব হয়েছে। তার মাঝেই দিনের-পর-দিন দেখা যাচ্ছে ত্রিপুরার বিজেপির সদস্যদের তৃণমূলের জয়ও গান করতে। সিংহাসন আটকে রাখার লড়াইয়ে এই গুরুতর ভুল কতটা ভোটের ফলাফলের ওপর প্রভাব পড়বে তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে।

Post a Comment

Previous Post Next Post