প্রতিনিধি : সেলফি তুলে ঝড় তুললেন মালদা তৃণমূল নেত্রী মৃণালিনী মন্ডল মাইতি।ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে সেই ছবি।বন্দুক হাতে নিয়ে সেলফি তুলছেন খোদ শাসকদলের নেত্রী। তিনি পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ঘটনাটিকে কেন্দ্র করে বিতর্কে জড়ালো তৃনমূল।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা! সজোরে ধাক্কা পুলিশের ভ্যানে
দলের প্রথম সারির নেত্রীর এমন আচরণে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছে শাসকদল। এই প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, এটাই তৃণমূলের কালচার। অফিসে পিস্তল তো আছেই, খুঁজলে হয়তো বোমও পাওয়া যাবে। একে- ৪৭ ও পাওয়া যাবে। পুলিশ চাকরি চলে যাওয়ার ভয়ে কিছু বলতে পারছনা।'
অন্যদিকে, বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল শাসক দল। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন, 'তৃণমূল সভানেত্রী হতে যে বন্দুক দেখা গিয়েছে, সেটি আদৌও খেলনা নাকি সত্যিকারের আগ্নেয়াস্ত্র, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে পুলিশ তদন্ত করবে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি তৃণমূল নেত্রী।
নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষকরা
মৃণালিনী মণ্ডল মাইতি অবশ্য এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন। তাঁর স্বামীর বিরুদ্ধে বিডিও অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল।