৭২শতাংশ ভোট পেয়ে কলকাতায় আবার তৃনমূল

 

Trinamool-in-Kolkata-again-with-72-percent-votes

অম্লিতা দাস: আট মাসের মধ্যেই পনেরো শতাংশ ব্যবধানের নজির কলকাতা পুরসভা ভোট। এবারেও জয় তৃণমূলের। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি তৃণমূলের। ৭২ শতাংশ ভোট পেয়ে কলকাতায় ফের জোড়াফুল।

ভোট পরিস্থিতিতে তৃণমূলের ক্রমাগত উন্নতি প্রায় দুদশক ধরেই সবার কাছেই জ্ঞাত। তবে কলকাতা পুরসভা ভোটে মাত্র আট মাসেই পনেরো শতাংশ ভোটসংখ্যার এমন উন্নতি কল্পনার বাইরে ছিল তৃনমূল নেতৃত্বদের কাছেও। এর আগে কখনও এত কম সময়ের মধ্যে ভোট সংখ্যার এত উন্নতি দেখা যায়নি। মঙ্গলবার কলকাতা পুরসভা ভোটের ফলপ্রকাশে একেবারে ৭২শতাংশ ভোটে জিতে তৃণমূল।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের সংখ্যা ছিল ৫৭.৫৫ শতাংশ। গত পুরসভা ভোটেও কলকাতায় তৃণমূলের ভোটসংখ্যা ছিল ৫০.৬শতাংশ। সেই অনুযায়ী গত বছরের থেকে ২০ শতাংশ ভোট এবার বেশি পেল তৃনমূল।

২০০৯ সালে নির্বাচনী ভোট জিতে এসে তৃনমূল। ২০১১ সালে রাজ্যের ক্ষমতা দখল ও পরবর্তীকালে ২০১৬ ও ২০২১ এর নির্বাচনী ভোটে নির্বাচনী শক্তি বাড়ে শাসকদলের। তবে এত দিনের মন্থরগতিতে আসা সাফল্য হঠাৎ বড় আকার ধারণ করে ফুটে উঠল জোড়াফুল আকারে।

Post a Comment

Previous Post Next Post