ঈশিতা সাহা : কলকাতা বিমানবন্দরে গিয়েও নাগাল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্ত নিলো তৃণমূল কংগ্রেস।কারণ নাগাল্যান্ডের ঘটনার পর সেখানে বিমানবন্দরেই তাঁদের ১৪৪ ধারার অধীনে আটকে দেওয়া হতে পারে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সেকারণেই বিমানবন্দরে গিয়েও শেষ মুহূর্তে নাগাল্যান্ড সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
নাগাল্যান্ডের ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা দেশ জঙ্গি সন্দেহে শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। ‘ভুল করে’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনী সেদিন গুলি চালিয়েছিল। সেই ঘটনার পর এখনও এলাকার পরিস্থিতি থমথমে।
ওমিক্রণ নিয়ে আতঙ্কে দেশ, এদিকে খোঁজ নেই ১০০- র বেশি বিদেশ থেকে আগত ব্যক্তির
স্থানীয় সূত্রের দাবি, কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর। তারপরই উত্তাল হয়ে ওঠে এলাকা। অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
মৃত্যু হয় এক জওয়ানের। ঘটনার জেরে রবিবার দিনভর উত্তপ্ত থাকে নাগাল্যান্ডের একাধিক এলাকা। নিরীহ গ্রামবাসীদের প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নামে উত্তেজিত জনতা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে।
ওমিক্রণ এর আতঙ্কে পুরো পরিবারকে খুন করলেন ডাক্তার
নৃশংস ঘটনার পর সোমবার নাগাল্যান্ডে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। তারপরেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তাঁরা।
কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন। নাগাল্যান্ডে এখন ১৪৪ ধারা জারি রয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা সেখানে গেলে পুলিশ তাঁদের আটকে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এদিকে দফায় দফায় সংঘর্ষ তৈরি হচ্ছে সংসদে।আফস্পা ফেরানোর দাবি করেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনার তীব্র নিন্দা করে আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। মিথ্যে কথা ছাড়া কিছু বলেননা অমিত শাহ বলে অভিযোগ। তাই তাঁর বিবৃতিতে বিশ্বাস নেই এমনই জানিয়েছেন সুস্মিতা দেব।
তৃণমূল কংগ্রেসের সফর বাতিলের পাল্টা মন্তব্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আগেই ভয় পেয়ে গেলেন। যান ওখানে। নাটক করে আসুন। ত্রিপুরায় যেমন নাটক করে এলেন, তেমনই নাটক করে আসুন ওখানে। প্রচুর কাটমানির পয়সা জমেছে। তা নিয়ে পলিটিক্যাল ট্যুরিজম করছে।'