খড়দহ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

Traders-panicked-over-one-theft-after-another-in-Kharadha-area


প্রতিনিধি : দু-একবার নয় বার বার হওয়া চুরির ঘটনায় আতঙ্কে উদ্বিগ্ন খড়দহ থানার ব্যবসায়ীরা। দোকানগুলিতে একের পর এক লুটপাট ও দোকানের জিনিস পত্র সহ টাকা-পয়সার চুরির ঘটনায় স্তব্ধ ব্যারাকপুর পুলিশ কমিসনারের খড়দহ থানার অন্তর্গত এলাকা।

বাইক চুরির ১২ ঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

সূত্রের খবর, পানিহাটি বিটি রোডের ধারে এক প্রসিদ্ধ মিষ্টি দোকানে কিছুদিন আগেই দুষ্কৃতীরা লুটপাট চালায়। এরপর এই দোকানে ঢুকে দুষ্কৃতীরা সিসিটিভি সহ মেশিনপত্র নিয়ে চম্পট দেয়। লুটপাট হওয়া জিনিস গুলোর খতিয়ান দেখতে গিয়ে জানা গেছে প্রায় 2 লক্ষ টাকার মত জিনিস চুরি গেছে ঐ মিষ্টির দোকান থেকে।

ক্রমেই দেশজুড়ে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, দিল্লি-মুম্বইয়ের পর খবর পাওয়া গেল অন্য দুই রাজ্যে

এরপরই পাশাপাশি অবস্থিত দোকান গুলির মালিকসহ ওই মিষ্টি দোকানের মালিক ব্যারাকপুর পুলিশ কমিসনারের খড়দহ থানায় অভিযোগ দায়ের করে। খড়দহ থানা এলাকায় চুরির ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে অনেক। একের পর এক হয়ে যাওয়া চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা কোন কূল খুঁজে পাচ্ছেন না। খড়দহ থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে অনেক প্রশ্ন।

Post a Comment

Previous Post Next Post