রিয়া গিরি : পুরোপুরিভাবে করোনা মহামারী থেকে রেহাই পাওয়ার আগেই বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের খবর গুলি সামনে আসছে। ভারতবর্ষে এখনো পর্যন্ত দুটি ভ্যাকসিন নেওয়ার কাজ শুরু হয়ে গেছে।
তবুও শিশুদের নিয়ে চিন্তায় রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। একে একে করে উৎসবের দিন গুলিতে অমিক্রণ সংক্রমণ সহ করোনা সংক্রমনের আতঙ্ক বাড়ছে সারাবিশ্বে। তার জন্যই ভারতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক উড়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতার বুকে শুরু হলো আকাশ পথে যাত্রী চলাচল
বড়দিনের উৎসব থেকে নতুন বছরের সেলিব্রেশন বেশি করে চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। ইতিমধ্যেই একশোরও বেশি ওমিক্রন আক্রান্তের হদিস মিলেছে ভারতে। চীনে অবশ্য ওমিক্রন ও করোণা আতঙ্কে ফের লকডাউন আনা হয়েছে। কবিদের এই নয়া ভেরিয়েন্ট বিশ্বের আন্তর্জাতিক বিমান পরিসেবার ওপর প্রভাব ফেলছে অনেকখানি।
শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় 11 হাজারেরও বেশি বিমান বাতিল করা হয়েছে চীন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন বৃহৎ দেশগুলিতে। এছাড়াও পরিবর্তন করা হয়েছে বিমান ওঠা নামার কাজ ও। বিমান বাতিল হওয়ার ফলে পর্যটকসহ আন্তর্জাতিক পড়ুয়াদের চিন্তার মুখে পড়তে হচ্ছে।
সান্তার বেশে ভবঘুরেদের পাশে বনগাঁর নবাংশু
ইতিমধ্যেই ইউরোপের ফ্রানস বৃটেনের মতো বড় মাপের দেশগুলিতে ওমিক্রণ এর আতঙ্কের সবচেয়ে খারাপ প্রভাব পড়ছে। ইতিমধ্যে এক লাখেরও বেশি মানুষ ওমিক্রন এ আক্রান্ত হয়েছেন। চীন বেলজিয়ামের মত দেশ গুলিতে জমায়েত করা ও পাবলিক জায়গা গুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসে বন্ধ হয়েছে দোকানসহ রেস্তোরাঁ ও। আমেরিকাতে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার থেকে নিউইয়র্ক এ ভ্যাকসিন নেওয়া কর্মীদের কাজে আসতে বারণ করেছেন।