প্রতিনিধি : রাজ্যে প্রথম ওমিক্রণ আক্রান্ত মুর্শিদাবাদের ৭ বছরের বালকের শরীরের পাওয়া গেল করোনার নয়া স্টেন।কয়েকঘণ্টার ব্যবধানে করোনা পরীক্ষা করে তার বাবা ও দিদিকে ভরতি করা হল মালদহ মেডিক্যালের কোভিড ওয়ার্ডে। যদিও তারা পজিটিভ কি না, তা এখনও স্পষ্টনয়।তবে ওই পরিবারের বাকি যারা ওমিক্রন আক্রান্ত খুদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে।
রাজ্যে প্রথম হাদিস মিলল অমিক্রণ আক্রান্তের
ইতিমধ্যে আতঙ্কও ছড়িয়েছে রাজ্যবাসীর মধ্যে আশঙ্কা। মনে করা হচ্ছে, খুদের পরিবারের ওই দুই সদস্যও করোনা আক্রান্ত হতে পারেন। যদিও তা রিপোর্ট এলেই নিশ্চিত করা যাবে। এদিকে কলকাতায় ফেরার পথে ও বাড়ি ফেরার পর পরিবারের সদস্য বাদে আর কাদের সংস্পর্শে এসেছিল, তাঁদের শনাক্ত করার করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই খুদের সঙ্গে একই বিমানে ফিরেছেন এমন ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে স্বাস্থ্যদপ্তরের তরফে। তাঁদের মধ্যে ২৭ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৬ জন বাংলার।
জানেন কী ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা!
এদিকে ওমিক্রনের ভয়াবহতা এখন গোটা বাংলা জুড়ে। সবচেয়ে বেশি শিশুদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। অপরদিকে স্কুল কলেজগুলি ধীরে ধীরে খুলতে শুরু করলে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। এবার সেদিকে নজর রেখে রাজ্যে কোভিড বিধিনিষেধ মেয়াদ বাড়ল আরও ১ মাস। তবে আগাম বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত বিধি-নিষেধ শিথিল রাখল নবান্ন। সেই দিনগুলিতে রাত্রিকালীন বিধি-নিষেধের মিলল ছাড়।