রিয়া গিরি : পরবর্তী লোকসভা ভোট কে লক্ষ্য করে দলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত করছে তৃণমূল কংগ্রেস। নামটি যাতে সকলের বলতে সুবিধে হয় তার কথা মাথায় রেখে নামের পরিবর্তন করতে চলেছে তৃণমূল সরকার।
আগুন দিয়ে সাপ মারতে গিয়ে পুড়িয়ে ফেললেন বাড়ি
দলীয় সূত্রে খবর, দলের আসল নামটি যাতে আরও সংক্ষিপ্ত করা যায় সেই কথা চিন্তা করতেছে দলের প্রশাসনিক কর্মকর্তারা। তৃণমূল কংগ্রেসের নাম থেকেই সরিয়ে ফেলতে চলেছে কংগ্রেস ও। নামের পরিবর্তন করলেও চিহ্নের কোন পরিবর্তন হচ্ছে না তা জানিয়ে দিয়েছে তৃণমূল সরকার।
১ মিনিটে যন্ত্রণাহীন মৃত্যুর উপায় বের করল সুইজারল্যান্ড, স্বীকৃতি পেল আত্মহত্যা করার নয়া যন্ত্র
দলের নামটি যাতে সংক্ষিপ্ত করা যায় তা চিন্তা করছেন দলের কর্মকর্তারা। এই বড় ধরনের সিদ্ধান্ত কতটা পরিমাণে পরবর্তী লোকসভা ভোটে প্রভাব ফেলবে তা চিন্তার। রাজনৈতিক মহলে এই পরিবর্তন হতে চলেছে একটি বড় ধরনের সিদ্ধান্ত।
সাতসকালে ভাল্লুকের পায়ের ছাপ! আতঙ্ক জলপাইগুড়িতে; নিষেধাজ্ঞা প্রাতঃভ্রমনে
লোকসভার ভোটের প্রধান লক্ষ্য বিজেপি শাসন থেকে দেশকে রক্ষা। তার কথা মাথায় রেখেই দলের নামের বদল ঘটতে চলেছে তৃণমূল। মূল স্লোগান হিসেবে রেখেছে 'মোদী হাটাও দেশ বাঁচাও'। কিন্তু এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কতটা পরিমাণ ফল দেবে তা দেখবার।