রিয়া গিরি : দেশে প্রথম অমিক্রণ আক্রান্তের খবর পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে সকলকে আগাম সর্তকতা জারি করা হয়েছিল। এবার রাজ্যে প্রথম হদিশ মিলল অমিক্রণ আক্রান্তের। প্রথম আক্রান্ত হয়েছে একটি ৭ বছরের শিশু।
বেনাপোলে ছিনতাইবাজদের হাতে আবার আক্রান্ত ভারতীয় ড্রাইভার
সূত্রের খবর, পরিবার সূত্রে আবুধাবিতে থাকেন ওই শিশুর পরিবার। সেখান থেকে ডিসেম্বর মাসে পরিবার সহ শিশুটি আবুধাবি থেকে ভারতে আসে। প্রথমে হায়দ্রাবাদ বিমানবন্দরে নামার পর rt-pcr পরীক্ষার জন্য শিশুর লালা রস সংগ্রহ করা হয়েছিল। আর তারপর এই শিশুটির শরীরে কোভিড পজিটিভ এর রিপোর্ট মেলে।
জানেন কী ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা!
শিশুটি এখন মালদহের কালিয়াচকের নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছে। তার শরীরের ওমিক্রন পজিটিভ। শারীরিক লক্ষণ বলতে রয়েছে মৃদু উপসর্গ। জেলা স্বাস্থ্য অধিকর্তা সন্দীপ কর্নাল জানিয়েছেন শিশুদের চিকিৎসা ও যাবতীয় তথ্য সংগ্রহ করতে নিজেই তার বাড়ি যাচ্ছেন তিনি। বিষয়টির দিকে নজর রাখবে নবান্ন। প্রটোকল মেনে কল্যাণীতে শিশুটির লালা রস পাঠানো হয়েছে।