ঈশিতা সাহা : Covid- 19 এরপর আবিষ্কৃত হচ্ছে একের পর এক নতুন ভাইরাস ভ্যারিয়েন্ট। ডেল্টার পর এবার ওমিক্রনের চিন্তায় কপালে ভাঁজ বিশ্ববিজ্ঞানীদের।এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩।
সোমবার নতুন করে মুম্বইতে আরও দুজনের শরীরে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে লাগাম না দিতে পারলে তৃতীয় ঢেউয়ের সঙ্কটে মুখে পড়তে হবে দেশবাসীকে বলে আশঙ্কা চিকিৎসকদের।
ওমিক্রণ এর আতঙ্কে পুরো পরিবারকে খুন করলেন ডাক্তার
ওমিক্রন নিয়ে দেশবাসীর আতঙ্কের মাঝেই আরও উদ্বেগ বাড়াল মহারাষ্ট্রের ঘটনা। কল্যাণ দম্বিভালি পুরসভার প্রধান বিজয় সূর্যবংশী জানিয়েছেন, থানে জেলায় বিদেশ থেকে আগত ২৯৫ জনের মধ্যে ১০৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি জানিয়েছেন, এদের অনেকেরই মোবাইল ফোন বন্ধ অথবা তাদের দেওয়া ঠিকানাতে তাদের কোনও খোঁজ মেলেনি। আশঙ্কাজনক বিষয়টি হলো এদের মধ্যে অধিকাংশই ঝুঁকিতে থাকা দেশগুলি থেকে এসেছে। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। এই সমস্ত বিদেশীরা মুম্বইতে এসেছেন।
এবার দেশজুড়ে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সর্তকতাও জারি করা হয়েছে প্রশাসন তরফে। বিজয় সূর্যবংশী জানিয়েছেন, বিদেশ থেকে আগত ব্যক্তিদের ৭ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে। এরপর আর দিনের মাথায় করোনা পরীক্ষা করাতে হবে।
তিনি বলেন, “করোনা রিপোর্ট নেগেটিভ হলেও তাদের ৭ দিন নিভৃতাবাসে থাকতেই হবে। তাদের হাউজিং সোসাইটির অপর সদস্যদের দায়িত্ব তারা সঠিক নিয়ম মেনে চলছেন কিনা তা নিশ্চিত করা। অষ্টম দিনের করা করোনা রিপোর্টের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য জমায়তের ওপর নজর রাখা হচ্ছে।”
এদিকে নতুন ভেরিয়েন্ট এর আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘন্টা আগেও সে রাজ্যে দুজনের শরীরে ওমিক্রণের স্ট্রেন পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সে রাজ্যে মোট করোনার নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা হল ৯। ফলে উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র সরকারের। দ্রুত গতিতে আরটিপিসিআর ফল পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
ওমিক্রন নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে অপেক্ষাকৃত অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্ট ওমিক্রন। অন্তত এক তৃতীয়াংশ জুড়ে করোনা আক্রান্তদের রিপোর্টে ধরা পড়েছে ওমিক্রন।