ঈশিতা সাহা : ইতিমধ্যেই বাজারে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড প্ল্যানগুলি 25 শতাংশ পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছে। পেট্রোল ডিজেল গ্যাসের পর এবার মোবাইল রিচার্জ করতে ও সাধারন মানুষের নাকে দম। তারই মধ্যে কিছুটা স্বস্তির প্ল্যান ঘোষণা করল BSNL।
মুখ্যমন্ত্রী ডাকে নবান্নের বৈঠকে সামিল গৌতম আদানি
ভোডাফোন ও আইডিয়া অর্থাত্ Vi সংস্থা গত ২৫ শে নভেম্বর থেকে তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। Airtel সংস্থা বাড়িয়েছে গত ২৬ শে নভেম্বর থেকে এবং আম্বানির সংস্থা জিও রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে গত ১ লা ডিসেম্বর থেকেই। ফলে সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়া স্বাভাবিক।
ভারত-বাংলাদেশ সীমান্তে কোভিড টেস্ট এর উপর বিশেষ নজরদারি
এরকম পরিস্থিতে BSNL জানিয়েছে যে সংস্থা ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে 4G লঞ্চ করতে চলেছে। BSNL এর তরফে এই কথা সংসদে বলা হয়েছে। BSNL তার 4G পরিষেবা থেকে ৯০০ কোটি টাকা পর্যন্ত লাভের আশা করছে। এদিকে BSNL 4G সার্ভিস বেসরকারি সংস্থাগুলির জন্য কোনও চ্যালেঞ্জের চেয়ে কম হবে না।
রাতারাতি ভাইরাল বাদাম বিক্রেতার গান, দেখুন ভিডিও...
পিটিআই-এর রিপোর্ট অনুসারে, টেলিকম মন্ত্রী BSNL তার 4G সার্ভিস রোলআউট সম্পর্কে একটি প্রশ্নের জবাবে বলেছেন যে BSNL তার 4G পরিষেবাগুলির রোলআউটের সময়সীমা হিসাবে সেপ্টেম্বর ২০২২ নির্ধারণ করেছে। তিনি আরও জানিয়েছে যে সারা দেশে 4G সার্ভিস চালু হওয়ার আগে বিএসএনএল প্রথম বছরে প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব পাবে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল মামলা মহারাষ্ট্রের আদালতে
জানা গেছে, BSNL-এ ১০৭ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে ইনকামিং কলের সুবিধাও। মোট ১০ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা। সঙ্গে থাকছে দৈনিক ১০০ টি এসএমএস-র সুবিধাও। আর এক্ষেত্রে প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ৯০ দিন।