ন্যাজাট ফেরিঘাটে নৌকাডুবি

The-boat-sank-at-the-Nazat-ferry-terminal


রিয়া গিরি : ক'দিনব্যাপী নিম্নচাপের জেরে  সারা রাজ্য জুড়ে চলছে মুশলধারে বৃষ্টিপাত। জাওয়াদের  প্রভাবে এ রাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও ক'দিন ধরে বাতাসের গতিবেগ এবং নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হচ্ছে। প্রবল জলস্রোত এর কারণে ন্যাজাট ফেরিঘাটে একটি পণ্যবাহী নৌকো উল্টে যায়।

Motor Vehicle Act : চেকিংয়ের অজুহাতে ট্রাফিক পুলিশ কী গাড়ি থেকে চাবি তুলে নিতে পারে? জানুন ট্রাফিক আইন

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনায় হাসনাবাদ থেকে কালিনগর যাওয়ার সময় লোহার পণ্যবাহী একটি নৌকা উল্টে যায়। জলস্রোতের কারণে নৌকাটি উল্টে যায় বলে জানা গেছে।

নৌকটি উল্টে যাওয়ার সাথে সাথে ২০ জন নৌকো থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয়। সকলকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতরভাবে যখন একজন ব্যক্তিকে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পারিবারিক গঞ্জনা থেকে মুক্তি পেতে তিন মাসের মেয়েকে জলে ডুবিয়ে খুন করলেন মা

এখনো পর্যন্ত জাওয়াদের রেশ না কাটায় সকাল থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টিপাত এখনো পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমুদ্রের জল স্তর বেড়ে যাওয়ায় এনডিআরএফ টিমের তরফ থেকে সকলকে সাবধান করে দেওয়া হয়েছে।

জারি হয়েছে লাল সর্তকতা। এখন পর্যন্ত দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পণ্যবাহী নৌকো ডুবে যাওয়ায় নদীপথে যান চলাচল নিষিদ্ধ করতে চলেছে প্রশাসন।

Post a Comment

Previous Post Next Post