উদ্ধার হলো জেনারেল রাওয়াতের ভেঙেপড়া কপ্টারের ব্ল্যাক বক্স

The-black-box-of-General-Rawats-wrecked-helicopter-was-recovered


রিয়া গিরি : ২২ ঘন্টা পর উদ্ধার হল জেনারেল  রাওয়াতের ভেঙেপড়া কপ্টারের ব্ল্যাক বক্স।   উদ্ধার করা হয়েছে MI 17V5 কপ্টারের ভেঙে পড়া ও অংশগুলি। ফরেনসিক ল্যাবে ইতিমধ্যে পাঠানো হয়েছে ব্ল্যাক বক্সের অংশটি। যা থেকে জানা যাবে দুর্ঘটনার কারণ।

বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে লক্ষ্য করে 'চোর' স্লোগান তুলল তৃণমূল

দুর্ঘটনার 22 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে জেনারেল রাওয়াতের ভেঙেপড়া কপ্টার। মাটিতে পড়ার আগেই আগুন ধরে যায়  কপ্টারে এবং মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটে। আগুন প্রায় কুড়ি ফুট পর্যন্ত।  তামিলনাড়ু এবং কর্ণাটক সীমানায় নীলগিরি পর্বতমালায় ধাক্কা খেয়ে ভেঙে পড়ে কপ্টারটি।

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বায়ু সেনার তরফ থেকে ঘটনাটির সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপিন রাওয়াত সহ অন্যান্যদের মরদেহ ফরেনসিক জাতের পর আজ ছেড়ে দেওয়ার কথা রয়েছে।

লাল ছেড়ে ঘাসফুলে হাওড়ার প্রাক্তন মেয়র মমতা

দিল্লিতে আনা হবে বিপিন রাওয়াত এর মরদেহ এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে তাকে। ভারতের প্রধানমন্ত্রী সহ সামরিক মন্ত্রীদের তরফ থেকে টুইট করে দুঃখ প্রকাশ করা হয়েছে। কপ্টারে উপস্থিত ছিলেন নায়েক জিতেন্দ্র কুমার, নায়ক গুরু সেবক সিংহ সহ ১৩ জন। ৮ জনকে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post