রাজ্যের ভাবনা; জানুয়ারি মাস থেকেই শুরু হতে পারে প্রথম শ্রেণির ক্লাস!

State-of-mind-First-class-can-start-from-January


প্রতিনিধি : কোভিড বিধি মেনে নভেম্বর থেকে রাজ্যে আংশিক চালু হয়েছে স্কুল। ইতিমধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যে কবে থেকে চালু হবে প্রথম শ্রেণীদের পঠন পাঠন? শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই প্রথম শ্রেণি থেকে স্কুল চালুর অনুমতি দিতে পারেন রাজ্য সরকার।

শিক্ষা দফতর থেকে জানা যাচ্ছে, সম্ভবত জানুয়ারি মাস থেকে কোভিড বিধি মেনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল চালুর অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে স্কুল শুরুর পর ছাত্রছাত্রীদের শিক্ষাব্যবস্থায় বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বেনাপোলে ছিনতাইবাজদের হাতে ছুরিকাহত ভারতীয় ড্রাইভার, প্রতিবাদে বিক্ষোভ শুরু করলো ড্রাইভার, খালাসী, ক্লিয়ারিং এজেন্টরা

কারণ প্রায় কুড়ি মাস স্কুল বন্ধ থাকাকালীন পড়ুয়াদের অনেকের পক্ষেই অনলাইন ক্লাস করা সম্ভব হয়নি। ফলে স্কুলের পাঠক্রম থেকে অনেকটাই দূরে রয়েছে তারা। স্বাভাবিক পঠন পাঠনের নিয়মে ফিরিয়ে আনতে পড়ুয়াদের আগের দুই ক্লাসের সিলেবাস নিয়ে নাড়াঘাটা করা হবে প্রথমে।

অষ্টম শ্রেণির পড়ুয়াদের প্রথম একশো দিন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠক্রম পড়ানো হবে। এর জন্য দেওয়া হবে আলাদা বই। একশো দিন পর সেই সিলেবাস এর ওপর নেওয়া হবে পরীক্ষা। তার পর বর্তমান ক্লাসের সিলেবাস দেওয়া হবে।

তৃণমূলী হামলায় মৃত বিজেপি কর্মী মহম্মদ আলীর বাড়িতে সিবিআই

এদিকে শিক্ষা দপ্তরের এই পরিকল্পনায় প্রশ্ন তুলেছেন অনেকেই। পুরনো ক্লাসের বই পড়াতেই একশো দিন চলে গেলে বর্তমান ক্লাসের পড়াশোনা কবে করানো হবে? শিক্ষা দফতরের দাবি, করোনার সময় সব ক্লাসের পাঠক্রমই অনেকটা কমানো হয়েছে।

ফলে, সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময়ই পাওয়া যাবে। তবে সবটাই নির্ভর করে সময়ের উপর। পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিয়মেই পঠন পাঠন শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা দপ্তর।

Post a Comment

Previous Post Next Post