রিয়া গিরি : করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে দেশ আবার আগের মত ফিরছে। কিন্তু ওমিক্রণ এর বেড়ে চলা সংক্রমণ আটকানোর জন্য আগেভাগেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । যার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে কড়ার নির্দেশিকা জারি করে কোভিড টেস্ট ছাড়া প্রবেশের ওপর জারি করা হয়েছে নির্দেশিকা।
সূত্রের খবর,বুধবার থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি থেকে শুরু হয়েছে নজরদারি। চলছে করোনা পরীক্ষা। বিষয়টির ওপর কড়া নজরদারি জারি করে ভারতে প্রবেশকারী সমস্ত নাগরিকের করোনা পরীক্ষা করা হচ্ছে। কোনরকম গাফিলতির না করেই সীমান্ত এলাকা পরিদর্শন করতে এসেছেন স্থানীয় কর্তারা। পাশাপাশি ভারত সীমান্ত চলছে চেকিং।
রাজ্য সরকারের জারি করার নির্দেশিকায় বাংলায় করোনা সংক্রমণ গুলিয়ে আটকানোর জন্যই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে। সীমান্তে হওয়া টেস্ট গুলির রিপোর্টও সঙ্গে সঙ্গে মিলছে। কিন্তু তার জন্য আগে থেকে অনলাইনে বুক করতে হবে। করোনায় পজিটিভ ব্যক্তিদের জন্য আইসোলেশন এর ব্যবস্থা করা হয়েছে।