কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত দুপক্ষের বেশ কয়েকজন

Several-people-from-both-sides-were-injured-in-the-grassroots-clashes-in-Kamarhati


প্রতিনিধি : সোমবার রাতে তৃণমূলের প্রমীলা বাহিনী কামারহাটি পুরসভার 29 নং ওয়ার্ডে বেআইনিভাবে মদ-গাঁজার অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঝাঁটা হাতে প্রতিবাদে নামে স্থানীয় তৃণমূল নেত্রী নির্মলা রাই।

বিজেপি নেতা নেত্রীদের মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ

সূত্রের খবর, তাদের অভিযোগ, সে সময় 29 নং ওয়ার্ডের একদল যুবক প্রতিবাদ মিছিলে হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতা ওয়ার্ড কো-অর্ডিনেটর শুভঙ্কর সরকারের নেতৃত্বে। এতে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Petrapole - Benapole Border : বেনাপোল সীমান্তে আমদানিকৃত ক্যাপসিকামের গাড়িতে উদ্ধার শাড়ি সহ একাধিক মাদকদ্রব্য

নির্মলা রাই ও তার অনুগামীদের অভিযোগ, তারা অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে এলাকার যুবকদের হাতে আক্রান্ত হয়েছে। পাল্টা শুভঙ্কর সরকার ও তার অনুগামীদের অভিযোগ, মহিলারা কেন ঝাঁটা হাতে মিছিল করছিল তা জানতে চাইতে মহিলারা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post