বিজেপি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন রূপা! জল্পনা রাজনৈতিক মহলে

Rupa-is-moving-away-from-BJP-Speculation-in-the-political-arena


ঈশিতা সাহা : দল গঠনে ভাঙ্গন বাড়ছে দিনের পর দিন। বিজেপি  সহ সিপিএম সব ক্ষেত্রেই একই দৃশ্য। দলত্যাগীদের তালিকাও  ক্রমশ দীর্ঘ হচ্ছে। আর এবার সেই তালিকাতে নাম লেখালেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। 

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হলেন তিনি। নিজস্ব সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, ‘রাজনীতিকে গ্ল্যামারাইজ করে লাভ নেই। অনেক রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না।’ 

মালদহ হাসপাতালে ভর্তি ওমিক্রণ আক্রান্তের বাবা- দিদি, বিধিনিষেধের মেয়াদ বেড়ে ১মাস

প্রসঙ্গত,দলের বিরুদ্ধে গিয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের পাশে থাকার বার্তা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব এই ওয়ার্ডে বিজেপি টিকিটের দাবিদার ছিলেন।দল টিকিট না দেওয়ায় এবার পুরভোটে এই ওয়ার্ডে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

রাজ্যে প্রথম হাদিস মিলল অমিক্রণ আক্রান্তের

এরপরই বুধবার গৌরবের পাশে থাকার বার্তা দিয়ে চিঠি পাঠালেন রূপা গঙ্গোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, 'গৌরব, আমার তো আর হোর্ডিং লাগানোর মতো ক্ষমতা নেই।' রূপার এই চিঠি ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলের। তবে কি দলবদলের  কথাই ভাবছেন তিনি!

Post a Comment

Previous Post Next Post