স্বচ্ছ ভারতের কাজে এগিয়ে এলেন রাহুল সিনহা

Rahul-Sinha-came-forward-to-work-for-a-transparent-India


প্রতিনিধি : বিজেপি সরকার আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে স্বচ্ছ ভারত অভিযানের সফর শুরু হয়েছিল। তার প্রচার এখন আগের মত না হলেও স্বচ্ছ ভারতের স্বপ্ন সফল করার উদ্দেশ্যেই এগিয়ে এলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা ।

সূত্রের খবর অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর সোমবার মাননীয় প্রধানমন্ত্রী বেনারসের শিব মন্দির উদ্বোধন করবেন আর তার আগেই মন্দিরের স্বচ্ছতার কাজকর্ম শুরু করেছে পশ্চিমবঙ্গে ও। পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর সহ অন্যান্য মন্দির গেটের সামনে স্বচ্ছতার কাজে যোগদান করেছেন বিজেপির রাজ্য সদস্যরা।

ফের উন্নয়নের জয়গান গাইতে অন্য রাজ্যের ছবি ব্যবহার করে ট্রোলড ত্রিপুরা সরকার

আজ রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহাকে দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেটের সামনে ঝাঁটা দিয়ে মন্দির চত্বর পরিষ্কার করতে দেখা গেল। পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতৃত্ব দক্ষিণেশ্বরের মন্দিরের পুজো দিয়ে কর্মী-সমর্থকদের সাথেই মন্দির চত্বর পরিষ্কারের কাজে লেগে পড়েন।

বেনারসের শিব মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্যে মন্দির গুলির স্বচ্ছতার কাজেই একে একে করে এগিয়ে এসেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। যার দরুন একে একে করে রাহুল সিনহা সহ অন্যান্য বিজেপি নেত্রী বৃন্দদের এগিয়ে আসতে হবে দেখা গেছে।

Post a Comment

Previous Post Next Post