কলকাতার বুকে শুরু হলো আকাশ পথে যাত্রী চলাচল

Passengers-started-flying-in-the-heart-of-Kolkata


রিয়া গিরি : কথাটি আশ্চর্যজনক শোনালেও কলকাতা রামতলা থেকে বাখরাহাট পর্যন্ত চালু হলো রোপওয়ের এর মাধ্যমে যাত্রী চলাচল ।

সড়কপথে যানজটের ভিড় কাটিয়ে ওঠার জন্য রোপ ওয়ে তৈরীর পরিকল্পনা নিয়েছিল একটি বেসরকারি সংস্থা। দড়ির ওপর ব্যালেন্স করে যান চলাচলের ভবিষ্যৎ পথে পা রাখতে কিছুটা এগিয়ে এলো কলকাতা শহর। এর আগে অবশ্য গোহাটি থেকে উত্তর গোহাটি পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য রোপ ওয়ের  ব্যবস্থা দেখা গেছে। এই প্রকল্পের চালু করা হলো বাস অটোর মতো যাত্রী নিয়ে ভাড়া খাটার প্রথম আকাশ অভিযান।

সান্তার বেশে ভবঘুরেদের পাশে বনগাঁর নবাংশু

এই রুটে মোট সাতটি স্টেশন তৈরি করা হবে যার জন্য খুব বেশি একটা জায়গার প্রয়োজন হবে না বলে দাবি ঐ বেসরকারি প্রযুক্তি সংস্থার। একটি কক্ষে 8 থেকে 10 জন বসতে পারবেন বলে জানান ওই সংস্থার লোকেরা। এছাড়াও যানজট সমস্যা থেকে রেহাই ও পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে বলে ওই সংস্থার দাবি।

Post a Comment

Previous Post Next Post