রিয়া গিরি : শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনের আগুনকে নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছেন সংসদের আধিকারিকরা।
বুধবার সকালে সংসদ ভবনে হঠাৎই আগুনকে নিয়ে তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও কিছুসময়ের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদের উপস্থিতিতেই সংসদ ভবনে অগ্নিকাণ্ড কে ঘিরে আতঙ্ক ছড়ানোর পেছনে কোন উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
সহজ কয়েকটি ধাপে নিজেই করে নিন ভোটার কার্ডের ঠিকানা আপডেট, পদ্ধতি বিস্তারিত...
সূত্রের খবর অনুযায়ী ঐদিন সংসদ ভবনের বাইরে বিরোধীদের ধরনা চলছিল। এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। সংসদের ৫৯ নম্বর ঘরে আগুন লেগে যাওয়ার খবর শুনে ছুটে আসে দমকল বাহিনী।
কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। বিরোধীদলের থেকে অভিযোগ আগুন জেনে-বুঝেই লাগানো হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি।