সায়ন ঘোষ, বনগাঁ : বৃদ্ধাশ্রমের অসহায় মানুষের সাথে কেক কেটে জন্মদিন পালন করেছিল গোটা পরিবার। এবারে বড়দিনের খুশি সবার সাথে ভাগ করে নিতে বনগাঁ স্টেশন সহ গোটা শহরে ভবঘুরে মানুষের হাতে কম্বর ও কেক তুলে দিলেন উত্তর ২৪ পরগণার বনগাঁ শক্তিগড়ের বাসিন্দা স্বপ্না সাহা মণ্ডল এবং তাঁর ছেলে নবাংশু।
কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত দুপক্ষের বেশ কয়েকজন
বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে এই বড়দিনের উৎসব অন্যতম। খ্রিষ্টধর্মের প্রধান উৎসব ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিনে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ ছাড়াও উৎসবে মেতে ওঠে উৎসব প্রিয় সকল বাঙালিরা। ঠিক সেই উৎসবেই সামিল বনগাঁর সাহা পরিবার।
বিজেপি নেতা নেত্রীদের মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ
৬ বছরের ক্ষুদে নবাংশুর আবদার ছিল বড়দিন আমরা কেক কেটে উদযাপন করে উৎসবে মেতে উঠি। কিন্তু যে সমস্ত ভবঘুরেরা রাস্তায় থাকেন তারা এই উৎসবের আনন্দ বুঝতে পারেননা। তাই এবার তাঁদের সাথেই বড়দিনের উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। ছেলের আবদার ফেলতে না পেরেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন নবাংশুর মা স্বপ্না সাহা মণ্ডল ও বাবা কার্তিক সাহা। বড়দিনের আগের রাতেই ভবঘুরেদের মধ্যে কম্বল ও কেক বিতরণ করেন তাঁরা।
নবাংশুর মা স্বপ্না সাহা মণ্ডল জানায়, "ছেলের ইচ্ছে ছিল এমন কিছু করার। আর তাছাড়া আজকের দিনে সকলে নতুন কিছু আর কেক পেলে খুশি হয়। তাই আজকের দিনে ওঁদের সাথে কাটিয়ে খুব ভালো লাগছে।"