Petrapole - Benapole Border : বেনাপোল সীমান্তে আমদানিকৃত ক্যাপসিকামের গাড়িতে উদ্ধার শাড়ি সহ একাধিক মাদকদ্রব্য

Multiple-drugs-including-sari-were-recovered-from-a-Capsicum-vehicle-imported-at-the-Benapole-border

সায়ন ঘোষ, বনগাঁ : ভারত থেকে আমদানিরত কাঁচামালের গাড়িতে মিললো একাধিক শাড়ি সহ মাদক দ্রব্য। ঘটনাটি ঘটছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পেট্রাপোল-বেনাপোল সীমান্তে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের (NSI) সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, আগে ভাগেই গোপন সূত্রে জানা গেছিল ভারত থেকে ক্যাপসিকামের একটি গাড়ির মধ্যে শাড়ি, সিসা (মাদক) আসছে। রবিবার বিকেলে পেট্রাপোল (ভারত) থেকে ক্যাপসিকাম বোঝাই গাড়ি বেনাপোলে (বাংলাদেশ) প্রবেশ করে। ভারতীয় গাড়ির নাম্বার ডাব্লিউ-বি-১১-সি-৩৭৮৯ (WB-11C-3789)। এরপর ওই ট্রাকের নম্বর অনুযায়ী বাংলাদেশের বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে বাংলাদেশ কাস্টমস অধিকর্তাদের উপস্থিতিতে ট্রাক থেকে পণ্য আনলোড করার সময় বিপুল পরিমাণ শাড়ি, সিসা (মাদক) এবং ওষুধ পাওয়া যায়।

সূত্রে জানা গেছে, ক্যাপসিকামের আমদানিকারক বাংলাদেশের যশোরের সিয়াম এন্টারপ্রাইজ। এবং পণ্যটি রপ্তানিকারক হলেন ভারতের বনগাঁর মন্ডল ইন্টারন্যাশনাল। এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হলেন বেনাপোলের স্বদেশ ইন্টারন্যাশনাল।

স্বদেশ ট্রেডিং এজেন্সি লিমিটেডের কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, 'আমি শুনেছি ক্যাপসিকামের চালানে কিছু অবৈধ পণ্য পাওয়া গেছে। আমি নিজে ব্যবসা করি না। আমার লাইসেন্সে ফিরোজ হোসেন নামের একজন কাজ করে। আমি তার নিকট থেকে কোনো অর্থও গ্রহণ করি না।' বিষয়টি জানতে ফিরোজকে ফোন করলে তিনি বলেন, 'এখন আমি কিছু বলতে পারব না, পরে বিষয়টি জানাব।'

এই বিষয়ে বেনাপোল শুল্ক দপ্তরের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, 'আমরা ভারত থেকে আমদানীকৃত ক্যাপসিকামের একটি ভারতীয় ট্রাক থেকে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ শাড়ি, মাদক সহ ওষুধ উদ্ধার করেছি। ট্রাক থেকে সব পণ্য আনলোড করা হয়েছে। তবে এখনো হিসেব করা হয়নি কত টাকার পণ্য রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

Post a Comment

Previous Post Next Post