মুকুল রায়ের গাড়ি আটকে বিক্ষোভে নামে SFI

Mukul-Roys-car-was-stopped-and-SFI-called-for-protest


প্রতিনিধি : বুধবার মধ্যমগ্রামে মুকুল রায়ের গাড়ি আটকে বিক্ষোভ এনাম এ এসএফআইয়ের কর্মকর্তারা। ঘটনা পরবর্তী পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার ফলে পুলিশকে এসে এসএফআই কর্মীদের সরিয়ে মুকুল রায়ের গাড়ি পাস করাতে হয়। এই পরিস্থিতিতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে এসএফআই সমর্থকদের হাতাহাতিতে পর্যন্ত নেমে আসে।

অমিক্রণ এর আতঙ্কে বিশ্বজুড়ে বাতিল হলো কয়েক হাজার উড়ান

সূত্রের খবর, তৃণমূল নেতা মুকুল রায় মধ্যমগ্রামে সোদপুর রোড ধরে এপিসি কলেজ যাওয়ার পথে এসএফআই কর্মীদের ধিক্কার মিছিল এর সম্মুখিন হয়। অনেক চেষ্টা করেও এসএফআই কর্মীদের ধিক্কার মিছিল কে এড়িয়ে গাড়ি এগোতে অক্ষম হন মুকুল রায়ের ড্রাইভার।

ঘটনাটিকে পুলিশ এলে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি দিয়ে নেমে আসে এসএফআই কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বুধবার প্রথমে এসএফআই কর্মীরা ধিক্কার মিছিল করে মধ্যমগ্রাম সোদপুর রোড থেকে এপিসি কলেজ পর্যন্ত। আর সেখানেই  তৃণমূল নেতা মুকুল রায় কে বিক্ষোভের মুখে পড়তে হয়।

কলকাতার বুকে শুরু হলো আকাশ পথে যাত্রী চলাচল

এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো বয়ান পাওয়া যায়নি। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ার আগেই পুলিশ এসে ঘটনা স্থল কে নিয়ন্ত্রণে আনে। সরানো হয় এসএফআই কর্মীদের এবং সোদপুর রোড আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়।

গোটা পরিস্থিতিতে মধ্যমগ্রাম এলাকা এখনো পর্যন্ত স্তব্ধ রয়েছে। ঠিক কি কারণে তাদের এই বিক্ষোভ তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাষায় পুলিশের তরফ থেকে জানানো হয়নি। এর পাশাপাশি মুকুল রায় ও পুরো ঘটনাকে কেন্দ্র করে নিজের বয়ান জানাননি।

Post a Comment

Previous Post Next Post