প্রতিনিধি : আজ হাওড়ার পুরোভোট। অধ্যক্ষের পাঠানো বিলে রাজ্যপালের সই না থাকার কারণে রাজভবনের সঙ্গে সংঘাত রাজ্য বিধানসভার। কিন্তু হাওড়ার পুরোভোট ঘিরে রাজনৈতিক জল্পনা-কল্পনা তুঙ্গে।
এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র এবং প্রাক্তন সিপিএম নেত্রী মমতা জসওয়াল।বৃহস্পতিবারই হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অরূপ রায় হাত ধরে তৃণমূলে যোগদান করবেন তিনি।২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাম পরিচালিত হাওড়া পুরসভার মেয়রও ছিলেন তিনি। তার আগে দু’ দু’বারের মেয়র পরিষদ ও একবারের বোরো চেয়ারপার্সন ছিলেন মমতা জসওয়াল।
অনলাইনেই পরীক্ষা নেওয়ার ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের
এদিন তৃণমূলের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র লেখা, বৃহস্পতিবার বিকেলে ৩ টায় হাওড়া শরৎ সদন এর এক নম্বর হলে হাওড়ার পুরো সময় প্রাক্তন মেয়র মমতা জসওয়াল সমবায় মন্ত্রী অরূপ রায় এর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেবেন।
রাজনৈতিক পদ পরিবর্তনের বিষয়ে মমতা জসওয়াল বলেন, "৫ বছর হল সিপিএম ছেড়ে দিয়েছি। দলের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলছে তাতে আমি অনুপ্রাণিত। মানুষের জন্য মুখ্যমন্ত্রীর যে কর্মযজ্ঞ তাতে আমি স্বামীর হতেই তৃণমূলে যোগ দেব।"
নাম পরিবর্তন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের
যদিও সিপিএম নেতৃত্ব মমতার দলবদলের জল্পনায় কান দিতে নারাজ। তাদের যুক্তি, ২০১৩ সালে পুর নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তো দলের থেকে দূরত্ব তৈরি করেছিলেন মমতা দেবী। এদিকে সিপিএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বিষয়টিকে গুরুত্বহীন বলে জানান। তিনি বলেন, “মমতা জসওয়াল এখন সিপিএমের সদস্য নন। তাই তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনই নেই।”