মাএ ৫ মিনিট নিষিদ্ধ সিনেমা দেখার অপরাধ ১৪ বছরের কারাদণ্ড

 

Mae-was-sentenced-to-14-years-in-prison-for-watching-a-five-minute-banned-movie

প্রতিনিধি : এই যুগে দাঁড়িয়েও কড়া সরকারের শাসনের অধীনস্থ উত্তর কোরিয়া। কিম জং -এর সরকার উত্তর কোরিয়ায় এখনো জারি হয় কঠোর কঠোর নিষেধাজ্ঞা। এমনকি অমান্য করার ফলস্বরূপ শাস্তি জীবনের ভিত নাড়িয়ে দেবে।

এবার শাস্তির ফল ভুগতে চলেছে ১৪ বছরের এক কিশোর ।মাত্র ৫ মিনিটের জন্য নিষিদ্ধ সিনেমা দেখায় ১৪ বছর কারাদণ্ড হল মাত্র ১৪ বছরের কিশোরের। 

নাগাল্যান্ডের সফর বাতিল করল তৃণমূল কংগ্রেস; 'ভয় পেয়েছেন',কটাক্ষ সুকান্তের

ফেসবুকের পেজ ঘাটতে গিয়ে মাত্র ৫ মিনিটের জন্য ভুলবশত দেখে ফেলে 'দা আঙ্কেল' নামে একটি ছবি। ছবিটি মূলত দক্ষিণ কোরিয়ার।তাতেই কারাদণ্ডের মুখে পড়তে হলো ওই কিশোরকে।৩০ নভেম্বর গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে।

এদিকে প্রত্যেকটি বিষয়ে কড়া শাসনে ক্ষোভ উগরে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।তাই মূলত দক্ষিণ কোরিয়ান এবং আমেরিকান যেকোনো সাংস্কৃতিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়া।

ওমিক্রণ নিয়ে আতঙ্কে দেশ, এদিকে খোঁজ নেই ১০০- র বেশি বিদেশ থেকে আগত ব্যক্তির

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাকে তারা শত্রু দেশ হিসেবে গণ্য করে। সেই কারণেই দক্ষিণ কোরিয়ান সিনেমা দেখার অপরাধে মাত্র ১৪ বছর বয়সী নাবালক কিশোরকে ১৪ বছরের জন্য জেলে ঢুকিয়েছে উত্তর কোরিয়ার সরকার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post