ভারতীয় ট্রাক চালককে ছুরি মেরে ছিনতাই বেনাপোল বন্দরে, চাঁদা আদায়ে ব্যাস্ত নিরাপত্তারক্ষীরা?

Indian-truck-driver-stabbed-in-Benapole-port-security-guards-busy-collecting-tolls

সায়ন ঘোষ, বনগাঁ : সিসিটিভির আড়ালেই ছুরি মেরে ছিনতাই ভারতীয় ট্রাক চালকের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বেনাপোল বন্দরে। ভারতীয় ট্রাক চালকের নাম হরিকেষ যাদব। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাত বেনাপোল বন্দরের ১৯ নং শেডের পাশে গাড়ি রেখে দাঁড়াতেই দুই জন ছিনতাইকারী চড়াও হয় তার উপর। পিঠে ছুরি মেরে ট্রাক চালকের কাছে থাকা জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে আহত ট্রাক চালকে ডাক্তারের কাছে নিয়ে যান। ছুরির আঘাতে ২০ টি সেলায় পরেছে বলে যানা গেছে চালকের।

সূত্রে জানা গেছে, ভারতীয় ট্রাকটি যাতায়াত কর্পোরেশনের (Yatayat Corporation of India)। কলকাতার যাতায়াত পরিবহনের কতৃপক্ষ দেবাঞ্জন ঘোষ জানান, গুজরাটের আমেদাবাদ থেকে ভারতীয় ট্রাক নং এন.এল-০১ এ.ই.- ৮১০১ (NL-01-AE8101)পেট্রাপোল (ভারত) সীমান্ত দিয়ে বেনাপোল (বাংলাদেশ) সীমান্তে রপ্তানির জন্য এসেছিল। গাড়িটিতে মাল ছিল বাংলাদেশের কামাল ভাই, আশানুর ভাই ও রহিম  ভায়ের। ২৪ ঘন্টা পেট্রাপোল-বেনাপোল বন্দরে নিরাপত্তা প্রহরীদের পাশাপাশি আনসার বাহিনী কর্মরত থাকেন। তারপরেও ভারতীয় ট্রাক চালকের সাথে হওয়া ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করি প্রশাসন এই ব্যাপারে একটু সচেতন হবেন।

Indian-truck-driver-stabbed-in-Benapole-port-security-guards-busy-collecting-tolls

উল্ল্যেখ্য, পেট্রাপোল দিয়ে রপ্তানির জন্য রোজ প্রায় ৪০০ গাড়ি যায় বাংলাদেশে। কিন্তু এই গাড়ির চালকদের কোনো নিরাপত্তাটায় নেই। এছাড়াও সিসিটিভি থাকা সত্বেও ট্রাকের ত্রিপল কেটে রপ্তানি হওয়া পন্য চুরি হয়ে যায় বন্দর থেকেই। তাহলে কী নিরাপত্তা কর্মীরা বাংলাদেশের ট্রাক ও ভারতীয় ট্রাক থেকে চাঁদা আদায়ে ব্যাস্ত থাকেন? প্রশ্ন সাধারন মানুষের। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। সমস্ত প্রশাসনের কাছে উক্ত ঘটনার সঠিক তদন্তের আহবান করেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post