প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ছিনতাইয়ের সময় হরিকেশ যাদব (৩৭) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে ছুরিকাঘাত করেছে দুই ছিনতাইকারী। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রাত ৯ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১৯ নং শেডের পাশে এ ঘটনাটি ঘটে। এরপরই শনিবার সকাল থেকে ঘটনার বিরুদ্ধে পেট্রাপোলে বিক্ষোভ শুরু করলেন ড্রাইভার, খালাসী, ক্লিয়ারিং এজেন্টরা।
বাংলাদেশের বেনাপোলে পণ্য খালাস করতে গিয়ে ছুরিকাহত ওই ভারতীয় ব্যক্তি। ছুরির হামলায় ট্রাকচালককে আহত করার পর তার কাছ থেকে সামগ্রিক জিনিস ছিনিয়ে নিয়ে পলাতক হয় ওই ছিনতাইকারীরা।
তৃণমূলী হামলায় মৃত বিজেপি কর্মী মহম্মদ আলীর বাড়িতে সিবিআই
ঘটনায় ড্রাইভার হরিকেশ জানান, আমি আমার ভারতীয় ট্রাকে (নং- NL01 AE8101) শুয়ে ছিলাম। হঠাৎ আমার বাথরুম লাগলে, আমি আমার ট্রাকের দরজা বন্ধ করে বাথরুমে যায়। বাথরুম থেকে এসে দেখি, দুই ছিনতাইকারী আমার ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রাকের যন্ত্রাংশ খুলছে।
এসময় তাদেরকে বাধা দিলে তারা আমার পিঠে চাকু মেরে পালিয়ে যায়।পরে, সেখান থেকে আহত ট্রাক ড্রাইভারকে বন্দরের শ্রমিকরা উদ্ধার করে, বডারম্যানদের সহযোগিতায় তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেয়।
স্বচ্ছ ভারতের কাজে এগিয়ে এলেন রাহুল সিনহা
সূত্রে খবর, কলকাতার একটি পরিবহন সংস্থার হয়ে ভিন রাজ্য থেকে পণ্য বোঝাই করে তা খালাস করার জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের বেনাপোল সীমান্তে ঢুকে ওই ট্রাকটি। এ দিন রাত ৯ টা নাগাদ বেনাপোল স্থল বন্দরের পার্কিং এলাকায় চাকরি দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সে দেশের দুই ছিনতাইকারী ওই ট্রাকচালকের ওপর হামলা চালায়। তার থেকে ২০০০ হাজার টাকা ও মোবাইল নিয়ে নেয়।
এমনকি পিঠে ধারালো অস্ত্রের কোপ দিয়ে আঘাত করে তারা। এদিকে সরকারি নজরদারি থাকা সত্বেও আন্তর্জাতিক স্থল বন্দরে দুষ্কৃতীদের এমন হামলা ও ছিনতাই হচ্ছে দিনের পর দিন, এই নিয়ে এ দিনের বিক্ষোভে প্রশ্ন তুলেছেন ড্রাইভাররা।
ফের উন্নয়নের জয়গান গাইতে অন্য রাজ্যের ছবি ব্যবহার করে ট্রোলড ত্রিপুরা সরকার
বর্ডারম্যান সফি বলেন, বন্দরে এতো নিরাপত্তা থাকতেও কিভাবে এ ঘটনা ঘটে। তাহলে নিরাপত্তা কর্মি কিংবা আনসার সদস্যরা কি করে? তারা কি টাকার বিনিময়ে ছিনতাইকারীদেরকে ছিনতাইয়ের সুযোগ করে দেয়। আমরা তো নমুনা বইতে শেড ইনচার্জ কিংবা কাস্টমস অফিসারের সই ছাড়া কোন স্যাম্পলও গোডাউন থেকে বাহিরে বের করতে পারিনা।