বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে লক্ষ্য করে 'চোর' স্লোগান তুলল তৃণমূল

In-Bankura-the-TMC-raised-the-slogan-thief-targeting-the-BJP-MLA


প্রতিনিধি : স্থানীয় বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে  'চোর চোর চোরটা,  বিজেপির এম এল এ টা' এই শ্লোগান তুলল তৃনমূলের মিছিলে থাকা কর্মী সমর্থকরা। আর সেই শ্লোগানে গলা মেলালেন তৃনমূলের রাজ্য সম্পাদিকা তথা শাসক দলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের কানকাটা এলাকায়।

লাল ছেড়ে ঘাসফুলে হাওড়ার প্রাক্তন মেয়র মমতা

জানা গিয়েছে এদিকে বিকেল ৪.৩০টা নাগাদ জনসংযোগ যাত্রার ডাক দেয় তৃণমূল। বাঁকুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়ি। পথে বিজেপি বিধায়কের গাড়ি দেখেই তৃণমূলে স্লোগান ওঠে।

এমনকি চোরের তকমা দেওয়া হয় বিজেপির বিরুদ্ধে। মিছিলের সামনে থাকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও এই স্লোগান দিতে দেখা যায়।গত পুরভোটে তৃণমূল বাঁকুড়া পুরসভা দখল করলেও, ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হন বিজেপির নীলাদ্রিশেখর দানা। এরপরই ১৬ নম্বর ওয়ার্ডে শুরু হয় তীব্র উত্তেজনা।

অনলাইনেই পরীক্ষা নেওয়ার ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

অবশ্যই মিছিলের শেষে ক্ষোভ উগরে দেয় বাঁকুড়ার বিজেপি বিধায়ক। তিনি বলেন, "চোরটা কারা, সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন! জনগণ তাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে, আমার বিরুদ্ধে ভোটে দাড়িয়ে বারবার হারার পর সেই রাগের বহিঃপ্রকাশ এই মিছিল।" তার কথায়,তৃণমূল পুর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে হেরেছে। বিধানসভাতেও ওয়ার্ডগুলোয় পিছিয়ে আছে। ক্ষোভ থেকে এসব বলছে। 

নাম পরিবর্তন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের

যদিও এদিনের মিছিলে কোন ভুল স্লোগান তোলেননি বলে দাবি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে তিনি জানান, উনাকে তো পাওয়াই যায় না। আমার কাছে যতটুকু খবর আছে, উনার বিরুদ্ধে মিসিং ডায়েরি হত। একাধিকবার সইয়ের কাজেও তার খোঁজ মেলে না। এর আগেও আমি উনার ওয়ার্ডে গিয়েছি। ড্রেনের যা অবস্থা দুর্গন্ধে কান্নাকাটি এলাকাবাসী। সেই কারণেই আমাদের এই শ্লোগান মিছিল।

Post a Comment

Previous Post Next Post