১ মিনিটে যন্ত্রণাহীন মৃত্যুর উপায় বের করল সুইজারল্যান্ড, স্বীকৃতি পেল আত্মহত্যা করার নয়া যন্ত্র

In-1-minute-Switzerland-found-a-way-to-die-without-pain-a-new-device-for-suicide-was-recognized


ঈশিতা সাহা : জীবনকে যত আরামদায়ক ভাবে যাপিত করা যায় তার চেষ্টা চলছে শত শত বছর ধরে। কিন্তু মৃত্যুকেও যন্ত্রণাহীন আরামদায়ক করে তুলতে পারবে এই পৃথিবী, এটা হয়তো ভাবতে পারেনি কেউ। এক মিনিটে যন্ত্রণাহীন মৃত্যু। এমনই এর যন্ত্রকে আইনি স্বীকৃতি দিল সুইত্‍জারল্যান্ড  ক্যপসুলের আকারে দেখতে ওই যন্ত্রের নাম "সারকো"। 

সাতসকালে ভাল্লুকের পায়ের ছাপ! আতঙ্ক জলপাইগুড়িতে; নিষেধাজ্ঞা প্রাতঃভ্রমনে

যিনি স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন, তাঁকে ওই যন্ত্রে ঢুকিয়ে দেবার পর কৃত্রিম উপায়ে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের মাত্রা কমিয়ে আনা হয়। এবং তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়তে সময় লাগে এক মিনিটেরও কম।'একজিট ইন্টারন্যাশনাল' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই যন্ত্রটি তৈরি করেছে বলে জানা গেছে। এই সংস্থার অধিকর্তা ফিলিপ নিটসে, যিনি 'ডক্টর ডেথ' হিসেবেও পরিচিত। তিনি এই বিশেষ যন্ত্র "সারকো"আবিষ্কার করেছেন।

'বন্দুক' হাতে নিয়ে সেলফি তৃণমূল নেত্রীর! ভাইরাল ছবি

এমনিতে সুইত্‍জারল্যান্ডে স্বেচ্ছামৃত্যু বৈধ। তবে ডাক্তার ফিলিপ নিটশে-র এই আবিষ্কার নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। দেশের একাংশের দাবি, এই সারকো গ্যাস চেম্বারকেই মহিমাণ্বিত করেছে। গত বছর এই যন্ত্রের সাহায্যে সেখানে ১৩০০ মানুষ মৃত্যুর পথ বেছে নিয়েছে। এবার এই যন্ত্রকে আইনি বৈধতা দিল সুইত্‍জারল্যান্ড।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা! সজোরে ধাক্কা পুলিশের ভ্যানে

সারকো' যন্ত্রটি বাইরে থেকে তো নিয়ন্ত্রণ করা যাবেই, সেই সঙ্গে কফিন আকৃতি এই যন্ত্র ভেতর থেকেও চালু করা যাবে এটি। তবে সমস্যার বিষয়টি হলো মরণে ইচ্ছুক ব্যক্তির ক্ষেত্রে পেশি সেভাবে কাজ করে না। অর্থাত্‍ তিনি আগে থেকেই অর্ধেক চেতনা হারিয়ে ফেলেন। এসব ক্ষেত্রে মোকাবিলার জন্য় "সারকো" কে তৈরি রাখা হয়েছে। তাই ওই ব্যক্তি চোখের পাতা নাড়ালেই মেশিন সংকেত নিয়ে নেবে। মূল মেশিন ছাড়া সারকো-কে দেখতে অনেকটা কফিনের মতো।

Post a Comment

Previous Post Next Post