রিয়া গিরি : আমেরিকার মেরিল্যান্ডের এক ব্যক্তি নিজের বাড়িতে ঢুকে পড়া সাপকে আগুন দিয়ে মারতে গিয়ে বাড়িতেই পুড়িয়ে ফেলেন। ঘটনাস্থলে কেউ আহত না হলেও পুড়ে যায় ওই ব্যক্তির সাত কোটি টাকার শখের বাড়ি।
১ মিনিটে যন্ত্রণাহীন মৃত্যুর উপায় বের করল সুইজারল্যান্ড, স্বীকৃতি পেল আত্মহত্যা করার নয়া যন্ত্র
কাঠের দিয়ে তৈরি সৌখিন বাড়িটিতে নিজের পরিবারের সাথে থাকতেন ওই ব্যক্তি। সেই বাড়িতে পাশের জঙ্গল থেকে প্রায় একটি সাপ ঢুকে পড়তো। বারবার তাড়িয়েও কোনো ফল হয়নি। তাই সাপটিকে জব্দ করার জন্য বাড়ির ফায়ার প্লেস এর মধ্য থেকে কাঠ কয়লা বের করে সাপটির দিকে ছুড়ে মারেন।
Update (11/23 10p) 21000blk Big Woods Rd, Dickerson/Poolesville, @mcfrs Media Hotline Update 240.777.2442 - no injuries, Cause-undetermined/under investigation, >$1M loss, ~75FFs responded, it was dark & cold (~ 25°) https://t.co/6PwIkbRAkf pic.twitter.com/jWlB1HPdKt
— Pete Piringer (@mcfrsPIO) November 24, 2021
সাপটি পালাতে সক্ষম হলেও ওই কাঠ-কয়লার অংশ থেকে সারা বাড়ির আসবাবপত্রে আগুন ছড়িয়ে যায়। নিমেষের মধ্যে ওই ব্যক্তির বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলকর্মীরা অনেক চেষ্টা করে বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।