বাইক চুরির ১২ ঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

He-was-arrested-within-12-hours-of-stealing-the-bike


প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকায় বাইক চুরি হওয়ার একদিনের মধ্যেই গ্রেফতার হলো মূল অভিযুক্তরা। অভিযুক্তদের বারাসত আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটিতে অশোকনগর থানার সাফল্যের কৃতজ্ঞতা স্বীকার করেছেন সকলেই।

পুলিশ সূত্রের খবর, অশোকনগর থানার রাজিবপুর এলাকা থেকে শনিবার রাতে একটি মোটর বাইক চুরি হয়েছিল। তারপরেই মোটরবাইকের মালিক রাজ কমল দত্ত অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ক্রমেই দেশজুড়ে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, দিল্লি-মুম্বইয়ের পর খবর পাওয়া গেল অন্য দুই রাজ্যে

এরপর থেকেই দোকানের সামনে রাখা বাইকটির চুরি হওয়ার বিষয়টি খতিয়ে দেখে অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমে আমডাঙা থানার গাছিয়া এলাকা থেকে এক যুবককে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। ওই যুবকের নাম শরিফুল ইসলাম বয়স ২৮ বছর।

একসাথে অগ্নিদগ্ধ দুই প্রতিবেশী

পুলিশ সূত্রের খবর জিতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া বাইকটি। তাছাড়াও ওই ব্যক্তির চুরি করার পেছনে আর কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছেন অশোকনগর থানার পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে অশোকনগর থানার পুলিশ কর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ কমল দত্ত।

''বাংলার মহিলাদের দাম ৫০০ টাকা, গোয়ায় মহিলাদের দাম ৫০০০ টাকা''; গৃহলক্ষী প্রকল্পে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন জেলা প্রশাসন ও অশোকনগর থানার প্রশাসন খুব দ্রুততার সঙ্গে তার বাইককে উদ্ধার করতে সক্ষম হয়েছে যার জন্য তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। ইতিমধ্যে অভিযুক্ত শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে রেখে বারাসত আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post