রিয়া গিরি : কাজের দিন কমিয়ে আনা হলো সংযুক্ত আমিরশাহে। সরকারিভাবে কাজের দিন 5 দিনের জায়গায় কমিয়ে 4 দিনে ধার্য করেছে আমিরশাহ সরকার । যার জন্য ছুটি পাবেন শনি ও রবিবার ও।
একটি সরকারি নির্দেশিকা বলা হয়েছে আমিরশাহির সরকারি কর্মচারীরা এবার থেকে সপ্তাহে চারদিন কাজ করবেন। ছুটি পাবেন শনি ও রবিবার। এতদিন শুক্র ও শনিবার ছুটি পেতেন সরকারি কর্মচারীরা তার জায়গায় শুক্রবার এর বদলে রবিবারও ছুটি ঘোষণা করল আমিরশাহী সরকার।
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দেশের প্রথম ওমিক্রণ আক্রান্ত ব্যক্তি
গোটা বিশ্বের কর্মচারীদের কাজের দিনে সংখ্যার বিপরীত দিকে সিদ্ধান্ত নিয়েছে আমিরশাহী সরকার। সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে সাড়ে চার দিন কাজ করার সময় ধার্য করা হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল 3:30 পর্যন্ত কাজ করতে হবে। শুক্রবার সাড়ে বারোটায় শেষ হয়ে যাবে অফিস।
উদ্ধার হলো জেনারেল রাওয়াতের ভেঙেপড়া কপ্টারের ব্ল্যাক বক্স
এই প্রসঙ্গে আমিরশাহী সরকারের তরফ থেকে জানানো হয়েছে কর্মীদের কাজের মান উন্নত করার জন্য এবং তার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের কাজের সময় ও ছুটির দিন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হবে।