জেনে নিন কোন ব্লাড গ্রুপের করোনার থাবা আগে পড়ে

Find-out-which-blood-groups-corona-claw-has-been-read-before


রিয়া গিরি : গবেষণায় দেখা গেছে A, B এবং RH+ রক্তের গ্রুপের ব্যক্তি কে করোণা সংক্রমণে প্রবণতা কম থাকে। দিল্লির গঙ্গারাম হাসপাতালে করোণা ভাইরাস সম্পর্কিত একটি গবেষণায় জানা গেছে পুরুষদের তুলনায় মহিলাদের করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কম থাকে।

এছাড়াও সমীক্ষা চালিয়ে জানা গেছে A, B এবং RH+ ব্লাড গ্রুপের রোগীদের করণা সংক্রমণে মৃত্যুর ঝুঁকি কম থাকে।৬০ বছরের ঊর্ধ্বে A, B ব্লাড গ্রুপের রোগীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

করোনা চিকিৎসায় ছাগলের দুধ উপকারী! দাবী চন্দ্রশেখর আজাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের

ওমিক্রণ হানা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে তা আসলেই করোনাভাইরাস এর এক মিউটেশন রূপ । যা দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ইজরাইল সহ একাধিক দেশে ছড়িয়ে পড়ছে। যার জন্যই আগে থেকেই সর্তকতা জারি হয়েছে ভারতে। ভারতের আন্তর্জাতিক উড়ানের ওপর জারি করা হয়েছে অনেকগুলি নিষেধাজ্ঞা।

সংসদ ভবনে আগুন! কারণ এখনো জানা যায়নি

এর আগে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, আমাদের শরীরে কোভিডের দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠছে রক্তের বিশেষ কোনও একটি গ্রুপ। সেই প্রকাশিত পেপারের গবেষকদের দাবি ছিল, তাঁরা দেখেছেন, ‘এ’ গ্রুপের (পজিটিভ ও নেগেটিভ) রক্তবাহকদের শরীরে কোভিড-১৯ ভাইরাস বেশি ভয়াবহ হয়ে উঠছে।

সহজ কয়েকটি ধাপে নিজেই করে নিন ভোটার কার্ডের ঠিকানা আপডেট, পদ্ধতি বিস্তারিত...

অন্যদিকে আরেক চিকিৎসক বিবেক রঞ্জন বলেন, B রক্তের গ্রুপের পুরুষ রোগীদের একই রক্তের গ্রুপের হলেও মহিলা রোগীদের তুলনায় তাঁদের ভাইরাসের ঝুঁকি বেশি। ৬০ বছরের কম বয়সী রোগীরা যদিও বেশি সংবেদনশীল হতে পারে কোভিড সংক্রমণের জন্য। 


তথ্যসূত্র- এবিপি লাইভ হিন্দি

(ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)

Post a Comment

Previous Post Next Post