প্রতিনিধি : জাওয়াদের প্রভাবে তিন দিনব্যাপী নিম্নচাপের বৃষ্টিপাতে চাষের ক্ষেত গুলি এখন জলের তলায়। ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকার শাকসবজি। মাথায় হাত দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষকদের।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দীর্ঘ তিন দিনের নিম্নচাপের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৯০ মিলিমিটার। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হয়েছে। যার সাথে সাথে ক্ষতি হয়েছে ক্ষেতের পর ক্ষেত শাকসবজিসহ ফুল ও ডাল চাষ।
ট্রেনে করে মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে উত্তর ২৪ পরগনা জেলায় এ বছর ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছিল। যার মধ্যে ৮০ ভাগ বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। তার সাথে সাথেই নষ্ট হয়েছে ৩৩ হাজার হেক্টর সরিষা,৭ হাজার হেক্টর ডাল।
শুধুমাত্র খাদ্যশস্য গুলি নয় তার পাশাপাশি জবা দোপাটি গাঁদা ফুল নীলকন্ঠ ফুলের মত একাধিক ফুলের জমিতে দাঁড়িয়ে রয়েছে এক হাঁটু জল । কৃষি আধিকারিকরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন জমি থেকে দ্রুত জল বের করে কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করার জন্য। যা থেকে কিছুটা হলেও ফুল ও শাকসবজি গুলি বাঁচানো যাবে।