রাজ্যে বাজেয়াপ্ত ১০ কোটি টাকার ড্রাগ

Drugs-worth-Rs-10-crore-seized-in-the-state


রিয়া গিরি : কড়া নিরাপত্তায় থাকা সত্বেও রাজ্যে প্রতিনিয়ত সামনে আসছে ব্রাক সহ অন্যান্য কালোবাজারির খবর। ভারত-বাংলাদেশ বর্ডারের পর এবার রাজ্যের রাজধানীতে ধরা পড়ল ১০ কোটি টাকার ড্রাগ।

সূত্রের খবর, দুজন অভিযুক্তের ওপর সন্দেহে দীর্ঘদিন ধরে কলকাতার পুলিশ স্পেশাল টাস্কফোর্স অভিযান চালিয়ে হাতেনাতে ধরল ১০ কোটি টাকার ড্রাগ। মূল অভিযুক্তদের থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজির এমফিটামাইন ও মেথাকোয়ালন ।

'খ্রিস্টান মিশনারীরা মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর' : দাবী এই বিজেপি সংসদের

অভিযুক্তদের উত্তর 24 পরগনায় বনগাঁ অঞ্চলের পার্শ্ববর্তী ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের টেংরা থানায় আটক রাখা হয়েছে।

তাছাড়াও অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অন্য ধরনের বৈদেশিক ড্রাগ। মূল অভিযুক্তরা ইন্টারন্যাশনাল ড্রাগ রেকেট এর সঙ্গে যুক্ত বলে জানান টেংরা থানার পুলিশ আধিকারিকরা। নারকটিক ড্রাগস এন্ড সাইকোটপিক সাবস্টেন্স অ্যাক্ট ১৯৮৫ এর মধ্যে আনা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post