বাধ্যতামূলক মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, ২৪ ডিসেম্বরের আগেই সারতে হবে মূল্যায়ন, ঘোষণা পর্ষদের

Compulsory- secondary-test-examination-assessment-must-be-completed-before-24th-December-Board-of-Declaration


ঈশিতা সাহা : করোনা পরিস্থিতি হলেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়ে দিলো মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার জানানো হলো,১৩ থেকে ২৪ ডিসেম্বরের আগেই সেরে ফেলতে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।এও জানানো হয়েছে যে টেস্টে  ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। প্রশ্নপত্র তৈরি করবে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষা মিটতেই প্রশ্নপত্র বোর্ডে পাঠাতে হবে।

করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘদিন পর খুলেছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তবে আপাতত স্কুল খুললেও নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস চলছে। বাকি ক্লাস অনলাইনেই চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ধাপে ধাপে বাকি ক্লাসের পড়ুয়াদেরও স্কুলে ফিরিয়ে আনা হবে।

সপ্তাহান্তে ঘূর্ণিঝড়ের আতঙ্কে বাংলা, ধেয়ে আসছে 'জাওয়াদ', বাতিল দূর পাল্লার ৫৩ টি ট্রেন

সেইমতো গত সোমবারই সমস্ত জেলাশাসকদের কাছে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শিক্ষা দফতর। অনুমান, জানুয়ারি মাসেই অষ্টম শ্রেণির পড়ুয়াদের অফলাইন ক্লাস শুরু হতে পারে।

তবে করোনা আতঙ্কের পাশাপাশি ভয়াবহ ভাইরাস ওমিক্রণের আতঙ্ক ছড়িয়ে রয়েছে দেশজুড়ে। পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে চলতি বছরে নেওয়া হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। বরং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। তাই সকলেরই প্রশ্ন ছিল ২০২২ সালে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে কি না। সেই প্রশ্নের উত্তরের পালশাপাশি এবার টেস্ট পরীক্ষার দিন ধার্য করে দিল পর্ষদ।

Post a Comment

Previous Post Next Post