ট্রেনে করে মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief-Minister-Mamata-Banerjee-visited-Malda-by-train


রিয়া গিরি : গাড়ি ও হেলিকপ্টার ছেড়ে এবার ট্রেনে করে মালদা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের ওপর থেকে যাওয়ার সময় স্টেশনে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট। অর্থাৎ অনুব্রত মণ্ডল।

গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার অবস্থা খারাপ। আর তার জন্যই হেলিকপ্টারের বদলে ট্রেনে করে মালদা সফরে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়মতো হাওড়া স্টেশন থেকে মালদা জনশতাবদি এক্সপ্রেস এ করে এই দিন মালদা রওনা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে মালদা স্টেশনে অপেক্ষা করছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মাএ ৫ মিনিট নিষিদ্ধ সিনেমা দেখার অপরাধ ১৪ বছরের কারাদণ্ড

এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় এসপি নগেন্দ্র নাথ ত্রিপাঠী। ট্রেনে মুখ্যমন্ত্রীর কামরায় উঠেছিল চপ মুড়ির দোকান। এমনিতেই মুখ্যমন্ত্রী তেলে ভাজা খেতে খুব পছন্দ করেন। তাই তার পছন্দের চপ মুড়ি সাথে আনতে ভোলেননি অনুব্রত মণ্ডল।

মুখ্যমন্ত্রী ট্রেন বোলপুরে এসে দাঁড়াতেই তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জয়জয়কার করেন অনুব্রত মণ্ডল ও তার সমর্থকরা। পাশাপাশি ছোট সাক্ষাতের মাধ্যমে নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখাও করেন তিনি।

নাগাল্যান্ডের সফর বাতিল করল তৃণমূল কংগ্রেস; 'ভয় পেয়েছেন',কটাক্ষ সুকান্তের

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তেমনি আমাদের দলনেত্রী ও। তাই তিনি বোলপুরের ওপর দিয়ে গেলে তার সঙ্গে দেখা করাটা আমাদের দায়িত্ব। অনুব্রত মণ্ডল ছোট সাক্ষাতের প্রসঙ্গে জানিয়েছেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কুশল বিনিময় ছাড়া বিশেষ কোনো কথা হয়নি এই ছোট্ট সাক্ষাতে।

Post a Comment

Previous Post Next Post