Motor Vehicle Act : চেকিংয়ের অজুহাতে ট্রাফিক পুলিশ কী গাড়ি থেকে চাবি তুলে নিতে পারে? জানুন ট্রাফিক আইন

Can-the-traffic-police-take-the-key-from-the-car-or-bike-on-the-pretext-of-checking

সার্বভৌম প্রতিবেদন : কখনও আপনি দুই বা চারচাকা গাড়ির জন্য কোন কারন ছাড়াই ট্রাফিক পুলিশের সাথে ঝামেলায় জড়িয়েছেন? তাহলে এবার আপনাকে অবশ্যই কিছু ট্রাফিক আইনের ব্যাপারে সচেতন থাকতেই হবে।

রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ চেকিংয়ের অজুহাতে অনেক সময় গাড়ির চাবি বের করে নিয়ে নেয় বা গাড়ির টায়ারের হাওয়া বের দেয়। কিন্তু এটা কি আপনি জানেন, কোনো অধিকার নেই এই কাজ করার তাঁদের! যদি এটা আপনার সাথে আগামীতে কখনও হয়, তাহলে কী করবেন, জেনে নিন।

রাজ্যে বাজেয়াপ্ত ১০ কোটি টাকার ড্রাগ

ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী, রাস্তায় যে কোন ধরনের প্রশাসনিক চেকিংয়ের সময় আপনার গাড়ি থেকে চাবি তুলে নেওয়ার অধিকার ট্রাফিক পুলিশ কর্মীর ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীদের নেই। এমন কি গাড়ির টায়ারের হাওয়া বের বা আপনার সাথে দুর্ব্যবহারও করতে পারে না কোন পুলিশকর্মী।

আপনার সাথে যদি কোনও পুলিশকর্মী এমন কোনো আচরণ করে তাহলে সেই ঘটনার প্রমাণ হিসেবে আপনি ভিডিও করে রাখুন। তারপর আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে পারেন।

মোটর যানবাহন আইন ২০১৯-এর নিয়ম অনুযায়ী ট্র্যাফিক পুলিশ সদস্যদের চালকের গাড়ির চাবি তুলে নেওয়া, টায়ারের হাওয়া খুলে দেওয়া বা দুর্ব্যবহার করার  কোনও ধরনের অধিকার নেই।

'খ্রিস্টান মিশনারীরা মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর' : দাবী এই বিজেপি সংসদের

প্রসঙ্গত, যদি থানার পুলিশকর্মীরা অভিযুক্ত ট্রাফিক-কর্মীর পক্ষ নেন, তাহলে এই বিষয়টি আপনি হাইকোর্টে তুলতে পারেন। তাছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা তুলে ধরতে পারেন সহজেই। 

উল্লেখ্য, মোটর ভেহিকেল অ্যাক্ট ২০১৯ (Motor Vehicle Act 2019)-এর নিয়ম অনুযায়ী, চেকিংয়ের সময় কোনও পুলিশকর্মী দুর্ব্যবহার করতে পারবেন না। উপস্থিত অফিসার যতই সিনিয়র হোক না কেন, তিনি বা আপনি কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না এবং আপনার গাড়ির চাবিও তুলে নেওয়া বা হাওয়া খুলে দেওয়া ইত্যাদি করতে পারবেন না। হরিয়ানা পুলিশের একটি RTI-এর জবাবে জানিয়েছিল, ট্রাফিক পুলিশকর্মীরা চালকে হাতের ইশারায় গাড়ি থামাতে বলতে পারেন। চালককে স্পর্শ করতে পারে না ট্রাফিক পুলিশকর্মী। তবে হাতের ইশারা দেখেও যদি কোন চালক গাড়ি না থামায়, তাহলে পুলিশ চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারেন।



Post a Comment

Previous Post Next Post