অম্লিতা দাস: অনলাইনেই সেমিস্টার। পরীক্ষার উত্তরপত্র এখনও পিডিএফ ফাইল করেই জমা দেবে পড়ুয়ারা।ক্লাসরুমে কড়া নজরে পরীক্ষা দেওয়া এবারেও বন্ধ পড়ুয়াদের। তাই প্রথম,তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের অনলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বুধবার সিন্ডিকেটে সবার সম্মতির সাথেই অনলাইন সেমিস্টারের ঘোষণা করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। করোনার কথাকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত তাঁদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ১৫ই জানুয়ারি থেকে শুরু হলেও প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।
এক জায়গায় অধিক পড়ুয়াদের জমায়েত ক্ষতিকর হতে পারে পড়ুয়াদেরই জন্য, জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। তিনি জানান, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেই অনলাইন সেমিস্টার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসান জল্পনার। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ১৬ই নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পরীক্ষা মাধ্যম নিয়ে বেশ চিন্তায় ছিল পরীক্ষার্থীরা। আজ সেই জল্পনার অবসান করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় , অনলাইন সেমিস্টার সিদ্ধান্তের হাত ধরে। স্যানিটাইজ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অফলাইন ক্লাস শুরু হওয়ার সাথেই ছাত্রীছাত্রীদের জন্য অনলাইন ক্লাসও নিচ্ছেন কলেজগুলি।