তৃণমূলী হামলায় মৃত বিজেপি কর্মী মহম্মদ আলীর বাড়িতে সিবিআই

CBI-probe-into-the-house-of-BJP-activist-Mohammad-Ali-who-was-killed-in-a-grassroots-attack


প্রতিনিধি : বারাসত ৭নম্বর ওয়ার্ড চন্দনপুর এলাকায় মৃত বিজেপি কর্মী মহম্মদ আলীর বাড়ি গিয়ে উপস্থিত হলেন সিবিআই এ চার জন প্রতিনিধি দল। মৃত মোহাম্মদ আলী স্ত্রী সেলিমা বিবির সঙ্গে দুর্ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে কথা বলেন তারা।

বারাসত সংখ্যালঘু সেলের যুব মোর্চার সভাপতি ছিলেন মহম্মদ আলী। ২৫  শে জুন তৃণমূলী হামলায় গুরুতর আহত হন এই বিজেপি নেতা। এরপর প্রায় ১ মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। অবশেষে ৬ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু বলে ঘোষণা করা হয় তাকে।

স্বচ্ছ ভারতের কাজে এগিয়ে এলেন রাহুল সিনহা

এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঘটনা তদন্তের জন্য। ঘটনায় সাম্প্রতিক খুনের মামলা রুজু করা হয় সিবিআই তরফে। আদালত ও সিবিআইয়ের উপর পূর্ণ আস্থা আছে বলে জানান বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। 

ঘটনার পর থেকেই বিজেপি নেতার পরিবারের লোকেদের নিশ্চিত দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে মোহাম্মদ আলীকে। তার স্ত্রী সেলিমা বিবি বলেন, 'সিবিআই তদন্তের আমি খুশি। আমি আমার স্বামীর শাস্তি চাই। উনি পুলিশ প্রশাসন নিয়ে বাড়ী ফিরেছে তাও উনাকে খুন করা হল কেন!

ফের উন্নয়নের জয়গান গাইতে অন্য রাজ্যের ছবি ব্যবহার করে ট্রোলড ত্রিপুরা সরকার

এখন আমার একটি বাচ্চা রয়েছে, আমি কি করবো তাকে নিয়ে।'তিনি আরো জানান, যারা খুন করেছে তারা এখন রাস্তায় ঘুরছে ফিরছে। দুজনকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তারা জামিন পেয়ে গেছে।

শনিবার সকালে এই মামলা তদন্ত করতে বারাসাতে চন্দনপুরা নিহিত বিজেপি নেতার বাড়িতে জিজ্ঞাসাবাদে আসেন সিবিআইএর চার প্রতিনিধিদল। জানা গিয়েছে, আহত অবস্থায় যেদিন থেকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি ছিলেন, তারপর ৪২ দিন তার জ্ঞান ফেরেনি।

অবশেষে ৬ আগস্ট সকাল ৭ টা বেজে ২৫ মিনিটে তিনি মারা যান। এখনও ঘটনার তদন্তে সিবিআই কর্মী

Post a Comment

Previous Post Next Post