প্রতিনিধি : খেলার মাঠে দীর্ঘদিনের পুরনো নেতাজি মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা। এমনই অসন্মান জনক ঘটনা উঠে এসেছে আজ কাঁচরাপাড়া ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। ঘটনায় বিক্ষোভ ফেটে পড়েন এলাকাবাসী।
কাঁচরাপাড়া ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে স্থাপন করা হয়েছিল নেতাজি মূর্তি। সেই মাঠই সংলগ্ন এলাকার স্থানীয় শিশুদের খেলার জায়গা। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কিছু দুষ্কৃতীরা টুকরো টুকরো করে গুরিয়ে দেয় ওই মুহূর্তে। আজ সকালে বিষয়টি চোখে পড়তে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। কালো কাপড় ও মোমবাতি জ্বালিয়ে দুষ্কৃতীদের শাস্তি দাবি জানান তারা।
ফের বড়োসড় ভাঙ্গন বিজেপি-সিপিএমে, ২০০ জন নেতারা ভিরছেন তৃণমূলে
এ বিষয়ে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশা বিশ্বাস বলেন, বাচ্চাদের খেলার জন্য লম্বুর মাঠে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছিল। আজ সকালে মাঠে এসে আমরা দেখি নেতাজির মূর্তি ভাঙ্গা। স্থানীয় প্রশাসনকে সে বিষয়টি দেখে গেছেন।
যে এই অপরাধমূলক কাজটি করেছে আমরা চাই তাদের উচিত শাস্তি হোক। বিষয়টি জানাজানি হতে বীজপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছান। কারা এই দুঃসাহসিক কাজের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।