স্বপ্ন পূরণ ভুবন বাদ‍্যকারের : খ‍্যাতির সঙ্গে মিলল সম্মান

Bhuban-Badyakar-finally-got-the-respect-he-deserved-the-song-was-recorded-in-the-studio

 শ্রমণ দে : “ওম শান্তি ওম” সিনেমার সেই বিখ‍্যাত সংলাপটি মনে পড়ে যায়, “আপনি যদি আপনার হৃদয় দিয়ে কিছু চান তবে সমগ্র বিশ্ব আপনার সাথে এটি ঘটানোর চেষ্টা করে।” আজ বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ‍্যকারের জীবনেও ঘটেছে এক স্বপ্নের সত্যি হওয়া।

কাঁচরাপাড়া বিনোদ নগর খেলার মাঠে নেতাজির মূর্তি ভাঙ্গন নিয়ে উত্তপ্ত বীজপুর এলাকাবাসী

অনেকেই ভুবন বাদ‍্যকারকে তাঁর এই পোশাকী নামে চিনতে পারছেন না। ইনিই আমাদের ইন্টারনেট খ‍্যাত “বাদাম কাকু”। যার “কাঁচা বাদাম” গানটি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ তথা পূর্ববঙ্গে ছড়িয়ে পড়েছে। ভাঙাচোরা, সেকেন্ড হ‍্যান্ড মোটরসাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় বাদাম বিক্রি করে আজ অবধি দিনে ২০০ টাকা মতো আয় হত ভুবন বাবুর। 

ফের বড়োসড় ভাঙ্গন বিজেপি-সিপিএমে, ২০০ জন নেতারা ভিরছেন তৃণমূলে

এতদিন বাদাম কাকুর বাড়িতে হামলা চালিয়ে তার গানের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেছেন অনেকেই। তবে তারা বঞ্চিত রেখেছিলেন ভুবন বাদ্যকরকে। কিন্তু ইউটিউবার স্যান্ডি সাহা যেদিন থেকে ভুবন বাদ্যকরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এবং নেটিজেনদেরও সেই একই বার্তা দিলেন, সেদিন থেকে অনেকেই বাদাম কাকুকে প্রকৃতপক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

জানেন কী ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা!

এবং, অবশেষে শিল্পী তাঁর যোগ্য সম্মান পেলেন। সংগীত শিল্পী উত্তম কুমার মন্ডল ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করে তাকে প্রথমবার স্টুডিওর সঙ্গে পরিচয় করালেন। কাঁচা বাদাম গানটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পেশ করেছেন উত্তম কুমার মন্ডল। যেখানে প্রধান গানটি গাইলেন তরুণ শিল্পী উত্তম কুমার মন্ডল নিজেই। গানের কথা এবং সুর দিয়েছেন ভাস্কর মন্ডল। আর বাদাম কাকু, ওরফে ভুবনবাবু গানের নেপথ্যে গাইলেন ‘কাঁচা বাদাম’। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

খড়দহ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

অন‍্যদিকে, কলকাতার স্টুডিওতেও গান রেকর্ড করলেন ভুবনবাবু। তাঁর গান গাওয়ার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং তৃণমূল দলের হয়ে কলকাতা পৌরনিগম নির্বাচনে প্রচারের জন‍্যও তিনি ডাক পান। তো, সত্যিই আজ একটু একটু করে সত্যি হচ্ছে সকলের প্রিয় বাদাম কাকুর এই স্বপ্নগুলো।

Post a Comment

Previous Post Next Post