সপ্তাহান্তে ঘূর্ণিঝড়ের আতঙ্কে বাংলা, ধেয়ে আসছে 'জাওয়াদ', বাতিল দূর পাল্লার ৫৩ টি ট্রেন

Bengal-53-Javad-trains-canceled-due-to-cyclone


ঈশিতা সাহা : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'। ডিসেম্বরের শুরুতে আতঙ্কে বাংলা। শনিবারই উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশপাশি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা।

ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় 'জাওয়াদ' ওড়িশায় ৩-৪ ডিসেম্বর আছড়ে পড়তে পারে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছেঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় ইতিমধ্যে বাতিল করা হয়েছে দূরপাল্লার ৫৩ টি ট্রেন।

করোনার তৃতীয় তরঙ্গের জন্য আমরা কতটা প্রস্তুত? ওমিক্রন (Omicron) নিয়ে বিশ্বে ঝামেলা বেড়েছেই চলেছে

শনিবার থেকে পশ্চিমবঙ্গেও এর প্রভাব চোখে পড়বে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।শুক্রবার হাওড়া ও সাঁতরাগাছি থেকে আপ-ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

তার মধ্যে রয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস।

জেনে নিন কোন ব্লাড গ্রুপের করোনার থাবা আগে পড়ে

এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাইক্লোনের জেরে বৃষ্টির সম্ভাবনাকে সামনে রেখে নসর্তকতা এবং অ্যাডভাইজারি কৃষি দফতরের। প্রভাবিত হতে পারে এমন জেলার জেলাশাসকদের অ্যাডভাইজারি পাঠানো হয়েছে। জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা - এই জেলাগুলিতে ইতিমধ্যে সর্তকতা জারি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post