প্রতিনিধি : বুধবার সাতসকালে জলপাইগুড়িতে বনদপ্তরের তিস্তা উদ্যানে ভাল্লুকের পায়ের ছাপ দেখে আতঙ্কে এলাকাবাসী। সিসিটিভি ফুটেজে দেখা যায় আবছা ছবি। তৎক্ষণাৎ কোনও ঝুঁকি না নিয়েই শুরু তল্লাশি, বন্ধ করে দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা সরকারি বইমেলা।
'বন্দুক' হাতে নিয়ে সেলফি তৃণমূল নেত্রীর! ভাইরাল ছবি
মঙ্গলবার সকাল থেকে বন বিভাগের কর্মীরা জোরকদমে খুঁজচ্ছেন ওই ভালুকটিকে। মঙ্গলবার রাতেও তাঁকে দেখা গিয়েছে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট সংলগ্ন এলাকায়।এই ঘটনায় জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে মঙ্গলবার রাতে খোদ উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় নিজে মাইকিং করে স্থানীয় লোকজনদের সতর্ক করেন। এলাকাবাসীদের ঘর থেকে বের হতে নিষেধ করেন তিনি।
নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষকরা
সকাল ৭ টা ৭ মিনিটে সিসিটিভি ফুটেজে আবছা ছবিতে কিছু একটা জন্তু তিস্তা উদ্যানে ঘোরাফেরা করছে বলে দেখা গিয়েছে। উদ্যানের ভেতর পায়ের ছাপ ও জন্তুটির আকার আকৃতি দেখে ভাল্লুক বলেই মনে হয়েছে বনদপ্তর কর্মীদের। কিন্তু বর্তমানে সেই ভাল্লুক কোথায় কেউ জানেনা। শহরে কোথাও লুকিয়ে থাকতে পাতে।এই আতঙ্কে জলপাইগুড়ি জেলা সরকারি বইমেলা সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয়েছে।