রিয়া গিরি : দেশজুড়ে ধর্মান্তর রুখতে কেন্দ্রকে কড়া আইন করার অনুরোধ করলেন ছত্রিশগড়ের বিজেপি সংসদ। পয়সা সহ অন্যান্য জিনিসের প্রলোভন দিয়ে ও ভয় দেখিয়ে ছত্রিশগড়ের আদিবাসীদের ধর্ম বদলের চেষ্টা চলছে বলে দাবী ছত্রিশগড়ের বিজেপি সাংসদ গোমতী সাই-এর।
তার দাবী, ধর্মান্তর শুরু হয়েছে আজ থেকে কয়েক শতক আগেই। মোঘল আক্রমণ থেকে শুরু করে ব্রিটিশদের শাসন কালে ও ধর্মান্তরের নানা উদাহরণ চোখে পড়ে আসছে। কিন্তু ২০২১ এ দাঁড়িয়েও দেশজুড়ে ঘটে চলা ধর্মান্তরের চক্রান্তকে বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করলেন ছত্রিশগড়ের এই বিজেপি সাংসদ।
ওমিক্রনের প্রবেশ; আলোড়ন ভারতের এই শহরে
ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের নিরীহ আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ আনলেন খ্রিস্টান মিশনারীদের ওপর। আর সেই ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারীদের মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার লোকসভার জিরো আওয়ারে বিষয়টি উপস্থাপন করেছিলেন রায়গর এর সংসদ গোমতী সাই। সেখানেই তিনি বলেন এটি শুধুমাত্র সাম্প্রদায়িক সমস্যা নয়, ধর্মান্তকরণ দেশের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক। তার কথায় ছত্রিশগড়ের যশপুর এলাকায় দীর্ঘদিন ধরে ধর্মান্তরকরণ চলছে যার ফলে নানা সমস্যা লেগেই আছে।
Jio-airtel-Vi -কে টেক্কা দিয়ে বাজারে লঞ্চ হতে চলছে সবচেয়ে সস্তায় BSNL 4G
কিন্তু তার বিরুদ্ধে নেমে লাখখানেক মানুষকে হিন্দু ধর্মের ফিরিয়ে আনা হচ্ছে বলে জানান গোমতী সাই। এর আগে গুজরাটে হিন্দু ধর্ম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছিল। আর সেই তথ্যগুলি সামনে রেখে কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন গোমতী সাই।