ফের বড়োসড় ভাঙ্গন বিজেপি-সিপিএমে, ২০০ জন নেতারা ভিরছেন তৃণমূলে

BJP-CPM-rifts-again-200-leaders-join-TMC


প্রতিনিধি : এবার বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ জন কর্মী। আজ হালিশহর মঙ্গলদীপ ভবনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বীজপুরে কাচড়াপাড়া এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

এদিনের কর্মসূচিতে এক যোগদান কর্মী জানান,১০ বছর আগেই আমরা সিপিএম ছেড়ে দিয়েছিলাম। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নমূলক কর্মসূচির অনুপ্রেরণায়  তৃণমূল কংগ্রেস বিধায়ক সুব্রত অধিকারীর নেতৃত্বে পার্টিতে যোগ দিয়ে দলকে শক্ত করতে চাই।

জানেন কী ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা!

এদিন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুবোধ অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী এছাড়াও হালিশহর পৌরসভার চেয়ারপারসন রাজু সাহানি ও টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদারের উপস্থিতিতে তৃণমূলে যোগদানকারী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগেও একাধিক জায়গায় একাধিকবার সিপিএম- বিজেপিতে ভাঙ্গন দেখা দিয়েছে। দল নেতাদের অনুমান  নিজের দলের প্রতি আস্থা রাখতে পারছেন না কর্মীরা। সেজন্যেই তৃণমূলে যোগদান করতে চাইছেন।

খড়দহ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

তৃণমূল দলের কর্মীদের কথায়, ভোটের পূর্বে হোক বা পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কর্মে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবটাই বাস্তবায়িত হয়েছে। অপরদিকে যে বিরোধী দল তার কোনও প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারেনি। তাই সাধারণ জনগণ আস্থা হারিয়েছে।

Post a Comment

Previous Post Next Post