মুখ্যমন্ত্রী ডাকে নবান্নের বৈঠকে সামিল গৌতম আদানি

Attend-Gautam-Adani-in-the-meeting-of-Nabanna-called-by-the-Chief-Minister


রিয়া গিরি : বাংলায় বিনিয়োগ টানতে মুম্বাইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌতম আদানি সহ আদানি গোষ্ঠীর বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে নবান্নে একটি বৈঠক ডাকা হয়। যা বাংলায় শিল্প বিনিয়োগের পূর্বাভাস দিচ্ছে বলে জানা গেছে।

নবান্নে আয়োজিত শিল্পপতিদের বৈঠকে শামিল ছিল আধুনিক গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। আগামী বছর রাজ্যে  দুদিনের বিশ্ববাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আমন্ত্রণপত্র দেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি কে। প্রায় দেড় ঘণ্টা ধরে নবান্নের বৈঠকের পর গৌতম আদানি টুইটে লেখেন 'মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।'

ভারত-বাংলাদেশ সীমান্তে কোভিড টেস্ট এর উপর বিশেষ নজরদারি

বাণিজ্য সম্মেলন উদ্বোধন এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণপত্র অনেক আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার উদ্বোধন করতেও রাজি হয়েছেন তিনি। তাছাড়াও বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত থাকবেন মুম্বাই দেশের বড় বড় শিল্পপতিরা। যারা বাংলায় বিনিয়োগের জন্য অনেক আগেই আগ্রহ দেখিয়েছেন।

বাংলায় হওয়া বাণিজ্যিক সম্মেলন বাংলার শিল্পকে অনেক এগিয়ে নিয়ে যাবে তার কোনো সন্দেহ নেই। তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম বাণিজ্যিক সম্মেলন করতে চলেছে রাজ্য সরকার। করোনাকালে পিছিয়ে যাওয়া শিল্প গুলিকে পুনরায় সচল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Post a Comment

Previous Post Next Post