ঈশিতা সাহা : বক্সার জঙ্গলে দেখা গেল দক্ষিণ রায়কে, দীর্ঘ ২৩ বছর বাদে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বক্সার জঙ্গলে হলুদ-ডোরাকাটা প্রাণীটির দর্শন পান এখানকার পর্যটকেরা। অনেকের কাছে এই দর্শন ভগবানকে স্বচক্ষে দর্শন লাভের মতো।ট্র্যাপ ক্যামেরায় দেখা মিলেছে সেই বাঘের ছবি। জল খেতে দেখা গেল বাঘটিকে।
রাজ্যের ভাবনা; জানুয়ারি মাস থেকেই শুরু হতে পারে প্রথম শ্রেণির ক্লাস!
বন দফতর সূত্রে খবর, দীর্ঘ প্রায় তেইশ বছর পরে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল বক্সার জঙ্গলে। সেই ছবি ক্যামেরা বন্দী হয়েছে। এটা পরিবেশ প্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের খবর। সাধারণত রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা এমনিতেই কম।জুলাই থেকে অগাস্টের মধ্যে কাজিরাঙা অভয়ারন্যে-তিনটি বাঘের মৃত্যু হয়েছে। অবশেষে দীর্ঘ ২৩ বছর পর দেখা মিলল বাংলার গর্বের প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের।
এই বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাজ্যের কাছে খুশির খবর। কিছুদিন আগেই সুন্দরবনে ব্যাঘ্র সুমারি শুরু হয়ে গিয়েছে। অনেকেই আমাদের বলেছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যাচ্ছে না। বক্সা বাঘ শূন্য হয়ে গিয়েছে। ১৯৯৮ পর ফের দর্শন মিলল রয়্যাল বেঙ্গলের।
বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে লক্ষ্য করে 'চোর' স্লোগান তুলল তৃণমূল
কিছুদিন আগে এলাকার নদীর ধারের মাটিতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। এলাকার মানুষ বনকর্মীদের খবর দিলে তারা পরীক্ষা করে দক্ষিণ রায়ের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। পাতা হয় ট্র্যাপ ক্যামেরা। ক্যামেরা রাখা সার্থক। শনিবার তিনি প্রকাশিত হলেন। যারা বাঘের দর্শন পেলেন, তাদের কাছে এই সফর সার্থক, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।