প্রতিনিধি : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত হওয়া ৩৩ বছর বয়সী সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চিকিৎসার পর বর্তমানে তার রিপোর্ট নেগেটিভ। মহারাষ্ট্রের এই ব্যক্তি দেশের প্রথম ওমিক্রন (omicron) আক্রান্ত হয়েছিলেন। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সম্প্রতি। তাঁকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্দেশ মহারাষ্ট্র সরকারের এই মুহূর্তে সাতদিনের জন্য তাকে হোম করেন্টিনে থাকতে হবে।
উদ্ধার হলো জেনারেল রাওয়াতের ভেঙেপড়া কপ্টারের ব্ল্যাক বক্স
এদিকে ফের দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। বাড়ল করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাড়িয়ে খানিকটা বেড়েছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে লক্ষ্য করে 'চোর' স্লোগান তুলল তৃণমূল
অপরদিকে কেরলের কেয়ার হাসপাতালের অধ্যক্ষ পদ্মাভ সেনয় দাবি করেছেন, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব অতটা পড়বে না। যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ইউরোপীয় দেশগুলিতে। কারণ ভারতের সিংহভাগ মানুষই একবার করোনায় আক্রান্ত হয়েছেন, না হয় করোনার টিকা নিয়েছেন।